![]() সদাবরি মাধ্যমি বিদ্যালয়ের নব-নির্বাচিত ম্যানেজিং কমিটির দায়িত্বভার গ্রহণ
সালিকিন মিয়া সাগরঃ
|
![]() এসময় উপস্থিত ছিলেন সদাবরি মাধ্যমিক বিদ্যালয়ের নব-নির্বাচিত নিয়মিত ম্যানেজিং কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. তছিম উদ্দীন,সাধারণ শিক্ষক সদস্য সাবির আহাম্মেদ,মিজানুর রহমান,সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য আলেয়া খাতুন, অভিভাবক সদস্য আক্তারুজ্জামান,আহসান হা্বিব,আবু সাঈদ,হেলাল উদ্দিন, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য জোহুরা খাতুন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদস্য সচিব মোঃ ওবায়দুল্লাহ প্রমুখ। সভায় ইউপি সদস্য আব্দুর রবকে শিক্ষানুরাগী (বিদ্যুৎসাহী) সদস্য হিসেবে মনোনীত করা হয়। সহকারী শিক্ষক সাবির আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে কমিটির সকল সদস্যবৃন্দ, শিক্ষক -শিক্ষিকাসহ স্হানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। সর্বশেষ বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী ও আমন্ত্রিত সকল শ্রেণী পেশার মানুষের মাঝে খাবার বিতরন করেন সভাপিত তছিম উদ্দীন। উল্লেখ্য, গত ৩১ মে বিপুল উৎসাহ উদ্দীপনা ও ভোট যুদ্ধের মধ্য দিয়ে সভাপতি নির্বাচিত হন সদাবরি গ্রামের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার মোঃ তছিম উদ্দীন প্যানেল। |