/ সারাদেশ / গোপালগঞ্জে সকল প্রকার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগীতা চাইলেন নবনিযুক্ত পুলিশ সুপার
গোপালগঞ্জে সকল প্রকার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগীতা চাইলেন নবনিযুক্ত পুলিশ সুপার
ফকির মতিয়ার রহমান মতি,গোপালগঞ্জ থেকে:
|
গোপালগঞ্জের নবনিযুক্ত পুলিশ সুপার আল-বেলী আফিফা সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। আজ রোববার ১৬ জুলাই বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার আল-বেলী আফিফা-র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন অর্থ লুৎফুল কবীর চন্দন, অতিরিক্ত পুলিশ সুপার মহাইমিনুল ইসলাম, সদর সার্কেল মো: খাইরুল আলম, সদর থানার অফিসার ইনচার্জ মো: জাবেদ মাসুদ, চ্যানেলআই/ দৈনিক মুক্তখবরের সাংবাদিক আসাদুজ্জামান বাবুল, প্রেসক্লাবের সভাপতি মো: জুবায়ের হোসেন, বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক আমিনুল হাসান শাহীন, গাজী টিভি চ্যানেল ও আমাদের সময় পত্রিকার সাংবাদিক সৈয়দ মুরাদুল ইসলাম, ৭১ টিভি চ্যানেলের সাংবাদিক মো, আজিজুর রহমান রনি, চ্যানেল ২৪ সাংবাদিক বাদল সাহা, এশিয়ান টিভি চ্যানেলের স্টাফ রিপোটার ফকির মো, মিরাজছাড়াও জেলার কমরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা বক্তব্য রাখেন। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চির নিদ্রায় শায়িত স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে এ দেশ স্বাধীন হতোনা। সেই মহাননেতা বঙ্গবন্ধুর জন্মভুমি জেলা গোপালেগঞ্জে আপনাদের জন্ম। মহাননেতা বঙ্গবন্ধুর জন্মভুমি জেলা গোপালেগঞ্জে সরকারী দায়িত্ব পালন করতে পেরে নিজেকে গবিত মনে করছি। বঙ্গবন্ধুর সপ্ন বাস্তবায়নে নিরলশভাবে কাজ করে যাচ্ছেন তারই কন্যা দেশের বতমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপালগঞ্জের পুলিশ সুপার আল-বেলী আফিফা আরো বলেন, জঙ্গিবাদ দমনে বাংলাদেশ সরকার জিরো ট্রলারেন্জ, এ জেলায় জঙ্গিরা যাহাতে মাথাচাড়া দিতে না পারে এ সম্পকিত কোন তথ্য থাকলে আমাদের জানিয়ে সহযোগীতা করবেন। গোপালগঞ্জে সনাতনধমী ও অন্যান্য লঘু সম্প্রদ্বয়ের লোকেরা যাহাতে স্বাধীনভাবে ধম পালন ও স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে সেজন্য জেলা পুলিশের পাশাপাশি সাংবাদিক ভাইয়েরা সতক থাকবেন। গোপালগঞ্জে জঙ্গিবাদ দমন, ডিজিটাল আইনশৃংখলা রক্ষা, মাদক মুক্ত জেলা, ইভটিজিং, চাঁদাবাজি, অসামাজিক কাযকলাপ মুক্তছাড়াও যানজট নিরসনসহ সকল প্রকার অপরাধমুক্ত জেলা গড়তে আপনারা (সাংবাদিকদের) সহযোগিতা একান্তভাবে কামনা করছি। |