/ সারাদেশ / গোপালগঞ্জের কাশিয়ানীর খায়েরহাটে দু-দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ: এক বৃদ্ধ নিহত, আহত ১৪
গোপালগঞ্জের কাশিয়ানীর খায়েরহাটে দু-দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ: এক বৃদ্ধ নিহত, আহত ১৪
ফকির মতিয়ার রহমান,গোপালগঞ্জ থেকে:
|
গোপালগঞ্জের কাশিয়ানীর খায়েরহাটে দু-দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আব্দুল মান্নান শেখ নামে এক বৃদ্ধ নিহত ও কমপক্ষে ১৪জন আহত হয়েছে। এ সময় ভাংচুর করা হয়েছে বেশ কিছু বসতবাড়ী-দোকান ঘর।
আজ সোমবার সকাল ৮টার দিকে কাশিয়ানী উপজেলার কাশিয়ানী সদর ইউনিয়নের খায়েরহাট গ্রামে এ ঘটনা ঘটে। কাশিয়ানী থানার ওসি ফিরোজ আলম সাংবাদিকদের জানিয়েছেন, এলাকার আধিপত্য বিস্তারের ঘটনাকে কেন্দ্র করে আব্দুল মান্নান শেখ ও হেমায়েত শেখের মধ্যে দীঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এ নিয়ে আজ সোমবার সকালে উভয়গ্রুপের মধ্যে কথা কাটাকাটি ও পরে উভয়গ্রুপ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে একে অপরের ইটপাটকেলের আঘাতে কমপক্ষে ১৪জন আহত হয়। গুরুত্বর আহত আ: মান্নানসহ অন্যান্যদের হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক আ: মান্নানকে মৃত্যু ঘোষনা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। |