![]() ইউপি চেয়ারম্যানের নির্দেশে আশ্রয়ন প্রকল্প থেকে এক ভুমিহীনকে জোর করে নামিয়ে দিলো!
ফকির মতিয়ার রহমান মতি,গোপালগঞ্জ থেকে:
|
![]() আজ বুধবার ৯ আগষ্ট সদর উপজেলার উরফি ইউনিয়নের মধুপুর আশ্রয়ন প্রকল্পে এ ঘটন ঘটেছে। ভুক্তভোগী নিজামুল অভিযোগ করে বলেছেন ,গত ৬ বছর ধরে আমি মধুপুর আশ্রয়ন প্রকল্পের একটি ঘরে বসবাস করে আসছি। বাড়ীর আঙ্গিনায় বিভিন্ন ফল ও ঔষধি গাছপালাও লাগিয়েছি। কিন্ত, হঠাৎ করে আজ বুধবার ৯ আগষ্ট সকালে ইউপি সদস্য বসার ও চৌকিদার মাজেদ আমার ঘরে জোর করে তালা মেরে আমাদেরকে বের করে দিয়ে বরিশালের পয়সারহাট এলাকার এক মহিলাকে ঘরে উঠিয়ে দিয়েছে।এ ব্যপারে জানতে চাইলে মজিনা বলেন, আমাদের থাকার কোন জায়গা নাই। আমরা ঘর চেয়ে ইউএনও সাহেবের কাছে একটি আবেদন করি। সেই আবেদনের ভিত্তিতে ইউএনও অফিস থেকে আমাদের আবেদন মজ্ঞুর করেছেন। এরপর ইউপি সদস্য বসার ও চৌকিদার মাজেদ নিজামুলকে নামিয়ে দিয়ে আমাদের ওই ঘরে উঠিয়ে দিয়েছেন। তবে, ইউএনও অফিস মজিনার নামে কোন ঘর বরাদ্দ করেছেন এমন কোন তথ্য প্রমান দেখাতে পারেননি মজিনা। প্রতিবেশিদের অভিযোগ প্রায়ই ইউপি সদস্য বসার ও চৌকিদার মাজেদ টাকার বিনিময়ে ভুমিহিনদের নামে বরাদ্দকৃত ঘর থেকে নামিয়ে দিয়ে অন্য লোকদের ঘরে উঠিয়ে দেন। |