![]() সেনাবাহিনীর টহলদল দেখে কেএনএফের সদস্যদের গুলি
নতুন বার্তা, ঢাকা:
|
![]() এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে আহতের নাম এখনও জানা যায়নি। সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। সেনাবাহিনীর কয়েকটি সূত্র ও স্থানীয়রা জানান, রুমার জাইঅং পাড়ার কাছে কেএনএফের একটি দল অবস্থান করছে এমন খবর পেয়ে সেনাটহল দল সেখানে যায়। তখন সেখানে আগে থেকে ওত পেতে থাকা কেএনএফ সদস্যরা সেনাটহল দলকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় সেনাবাহিনীও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে কেএনএফের এক সদস্য আহত হয়। তাকে উদ্ধার করে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে বান্দরবান হাসপাতালে পাঠানো হয়। এ সময় তার কাছ থেকে একটি অস্ত্রও উদ্ধার করা হয়েছে। রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুল হক বলেন, কেএনএফের সঙ্গে সেনাবাহিনীর গোলাগুলির ঘটনায় একজন আহত হয়েছে শুনেছি। তবে এ বিষয়ে এখনও বিস্তারিত বলতে পারবো না। |