![]() ব্র্যাকের আয়োজনে ময়মনসিংহের চর নিলক্ষীয়া ইউনিয়নে বাল্য বিয়ে প্রতিরোধে সমন্বয় সভা অনুষ্ঠিত
ময়মনসিংহ প্রতিনিধি:
|
![]() সভায় বাল্য বিয়ের মূল সমস্যা ও বাঁধা সমূহ নির্ণয় করে বাল্য বিয়ে বন্ধে জনগণকে সচেতন করার গুরুত্বসহ ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করেন কর্মসূচির জেলা ব্যবস্থাপক শোভন বিশ্বাস। তিনি জানান, উপজেলার সিটি কর্পোরেশনসহ ৩ টি ইউনিয়নে ১৩-১৭ বছর বসয়ী কিশোরীদের জরিপের মাধ্যমে প্রতিটি দলে ২৫ জন করে ১০ টি দল গঠন করা হয়েছে এবং যার নাম দেওয়া হয়েছে স্বপ্নসারথি। এদের নিয়ে প্রতি মাসে দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন, অভিভাবক সভা, কমিউনিটি ওয়াচ গ্রুপের মিটিংসহ ইউনিয়ন ও উপজেলা বাল্যবিয়ে নিরোধ কমিটির সাথে সমন্বয় সভা করা হচ্ছে। তিনি আরো জানান বাল্য বিয়ে প্রতিরোধ, বাল্যবিয়ের ঝুঁকিতে থাকা কিশোর-কিশোরীদের সচেতনতা বৃদ্ধি, অসহায় দরিদ্র মানুষকে আইনি সেবা প্রদান, সহিংসতামুক্ত সমাজ গঠন ও সহমর্মিতাপূর্ণ দাম্পত্য সম্পর্ক স্থাপনে উৎসাহিত করার মাধ্যমে দম্পতিদের ক্ষমতায়িত করা ও মীমাংসিত বিরোধের টেকসই সমাধান নিশ্চিত করার লক্ষ্যে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি কাজ করে যাচ্ছে। সভায় উপস্থিত সকলে বলেন, বিবাহের ক্ষেত্রে মেয়ের ১৮ এবং ছেলেদের ২১ শর্তাহীনভাবে রাখা বাঞ্চনীয়। পাশাপাশি স্কুল, কলেজের শিক্ষার্থীসহ সামাজিকভাবে বাল্যবিবাহ প্রতিরোধে সরকারের আন্তরিকতা ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে প্রান্তিক অঞ্চলে আরো জণসচেতনতা তৈরির উদ্যোগ বাড়াতে হবে। বাল্য বিবাহ একটি দেশের জন্য অভিশাপ। আইনের বিধি নিষেধ থাকলেও বাল্য বিবাহের প্রবনতা লক্ষ্য করা যায় প্রতিনিয়ত। তাই বাল্য বিবাহের কুফল ও এর প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। সভায় ইউপি চেয়ারম্যান বলেন, তার ইউনিয়নের মধ্যে কোন বাল্য বিয়ের ঘটনার খবর পাওয়ার সাথে সাথে তা প্রতিরোধে উদ্যোগ গ্রহণ করা হয়। তিনি আরো জানান যে, তার ইউনিয়নের ২ ও ৮ নং ওয়ার্ড ইতোমধ্যে বাল্য বিয়ে মুক্ত ঘোষনা করা হয়েছে এবং ১ নং ওয়ার্ড ঘোষনার অপেক্ষায় রয়েছে। পাশাপাশি তিনি উপস্থিত সকলের প্রতি আহবান জানান যে, যে যার অবস্থান থেকে বাল্যবিয়ে প্রতিরোধে কাজ করলে দেশ থেকে বাল্য বিয়ে দূর হবে। তিনি তার আওতাধীন সকল মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনের মাধ্যমে বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের সচেতন করার লক্ষ্যে প্রচারণা চালাবেন বলে মত প্রকাশ করেন। তিনি ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচিকে এই উদ্যোগ গ্রহণের জন্য ধন্যবাদ জানান এবং পাশাপাশি তার ইউনিয়ন এলাকায় স্বপ্নসারথি দলের সংখ্যা বৃদ্ধির জন্য কর্মসূচির উদ্ধর্তন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি এই কাজে ব্র্যাকের সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন। |