/ সারাদেশ / ময়মনসিংহে ব্র্যাকের উদ্যোগে নারী নির্যাতন প্রতিরোধকল্পে আন্তর্জাতিক প্রচারাভিযান পক্ষ উপলক্ষে লিগ্যাল এইড ক্যাম্প অনুষ্ঠিত
ময়মনসিংহে ব্র্যাকের উদ্যোগে নারী নির্যাতন প্রতিরোধকল্পে আন্তর্জাতিক প্রচারাভিযান পক্ষ উপলক্ষে লিগ্যাল এইড ক্যাম্প অনুষ্ঠিত
ময়মনসিংহ প্রতিনিধি:
|
”নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ“ এই শ্লোগান নিয়ে ২৫ নভেম্বর হতে ১০ ডিসেম্বর পর্যন্ত নারী নির্যাতন প্রতিরোধকল্পে আন্তর্জাতিক প্রচারাভিযান পক্ষ উপলক্ষ্যে ৬ ডিসেম্বর, ২০২৩ বুধবার ময়মনসিংহ ব্র্যাক লার্নিং সেন্টারে (বিএলসি) দিনব্যাপী ব্র্যাক কর্মীদের বিনামূল্যে আইনি পরামর্শ বিষয়ে লিগ্যাল এইড ক্যাম্প অনুষ্ঠিত হয়। সকাল ৯ টায় আয়োজিত লিগ্যাল এইড ক্যাম্পে আইনি পরামর্শ প্রদান করেন ময়মনসিংহ জজ কোটের বিজ্ঞ আইনজীবী ও ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির প্যানেল আইনজীবী এডভোকেট এমদাদুল হক মিল্লাত। লিগ্যাল এইড ক্যাম্পে উপস্থিত ছিলেন কর্মসূচির জোনাল ম্যানেজার মোঃ আকরামুল ইসলাম, ব্র্যাক জেলা সমন্বয়কারী মোঃ জাহাঙ্গীর আলম, জোনাল ম্যানেজার (এইচআর) হাসান মোহাম্মদ আদেল, কর্মসূচির ডেপুটি ম্যানেজার (লিগ্যাল) বিশ্বনাথ কুন্ডু, ডেপুটি ম্যানেজার (ক্যাপাসিটি ডেভোলপমেন্ট) রুহুল ইসলাম খান, ব্র্যাক লিগ্যাল এন্ড কম্পাল্যান্স কর্মসূচির ল’ইয়ার মোহাম্মদ মঈন উদ্দীন, জেন্ডার জাস্টিস এন্ড ডাইভারসিটি কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক গোলাম জাকারিয়া প্রমুখ। লিগ্যাল এইড ক্যাম্প আয়োজন প্রসঙ্গে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির জেলা ব্যবস্থাপক শোভন বিশ্বাস জানান, সারাবিশ্বে প্রতি বছর ২৫ নভেম্বর হতে ১০ ডিসেম্বর নারী নির্যাতন প্রতিরোধকল্পে আন্তর্জাতিক প্রচারাভিযান পালন করা হয়ে থাকে। ব্র্যাকের বিভিন্ন কর্মসূচিও এই প্রচারাভিযান পালনে ব্যাপক কর্মকান্ড করে থাকে। তারই ধারাবাহিকতায় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে। এই সময়ে কর্মএলাকার প্রতিটি ফোরামে নারী নির্যাতন প্রতিরোধকল্পে আলোচনা, গণনাটক প্রদর্শণী, মানববন্ধন ও লিগ্যাল এইড ক্যাম্পের মাধ্যমে সেবা প্রদান। তিনি আরো জানান, গত ২০২২ সাল থেকে কর্মসূচি ব্র্যাকে কর্মরত কর্মীদের বিভিন্ন বিষয়ে আইনি পরামর্শ প্রদানের জন্য একজন সিনিয়র বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে দিনব্যাপী লিগ্যাল এইড ক্যাম্প পালন করা হয়ে থাকে। আয়োজিত লিগ্যাল এইড ক্যাম্পে জেলার বিভিন্ন অফিস থেকে ব্র্যাকের কর্মীরা অনলাইনে এবং সরাসরি বিজ্ঞ আইনজীবীর কাছ থেকে আইনী পরামর্শ গ্রহণ করেন। জেলা ব্যবস্থাপক শোভন বিশ্বাস আরো জানান, এই প্রচারাভিযান পক্ষ উপলক্ষের জেলার ১৩ টি উপজেলায় কিশোরীদের নিয়ে সভা, অভিভাবক সভা, কমিউনিটির বিভিন্ন শ্রেণীর পেশার ব্যক্তিদের সমন্বয়ে সভাসহ ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, ইমাম, কাজী, পুরোহিতদের সমন্বয়ে সভা করা হয়েছে। এছাড়াও বষঃসন্ধিকালী সমস্যা, নারী, শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক গণনাটক প্রদর্শণী করা হয়েছে। আয়োজিত লিগ্যাল এইড ক্যাম্পে জেলার বিভিন্ন অফিস থেকে অর্ধশতাধিক ব্র্যাক কর্মী আইনী পরামর্শ গ্রহণ করেন। লিগ্যাল এইড ক্যাম্পের মাধ্যমে পরামর্শ প্রদানকারী বিজ্ঞ আইনজীবী ময়মনসিংহ জেলা জজ কোর্টের এডভোকেট এমদাদুল হক মিল্লাত বলেন, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি সারাবছর জেলার বিভিন্ন প্রান্তের অসহায়, দরিদ্র মানুষকে আইনী পরামর্শ ও সেবা প্রদান করে চলেছে। নারী নির্যাতন প্রতিরোধকল্পে আন্তর্জাতিক প্রচারাভিযান পক্ষ উপলক্ষ্যে ব্র্যাকের কর্মীদের আইনী পরামর্শ প্রদাণের লক্ষ্যে আয়োজিত লিগ্যাল এইড ক্যাম্পটি খুবই গুরুত্ব বহন করে। এই ক্যাম্পের মাধ্যমে ব্র্যাকের কর্মীরা তাদের ব্যক্তিগত সমস্যা নিয়ে খোলামেলা কথা বলতে পারে এবং তাদের সমস্যাগুলোর জন্য সমাধানের পথ খুঁজে পায়। ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষ কর্মসূচি গত বছর থেকে এই উদ্যোগ গ্রহণ করেছে। তাদের এই উদ্যোগটি প্রশংসার দাবিদার। |