/ সারাদেশ / বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার বার্তা নিয়ে আপনাদের কাছে এসেছি: বেনজির টিট
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার বার্তা নিয়ে আপনাদের কাছে এসেছি: বেনজির টিট
কামরুল হাসান, টাঙ্গাইল প্রতিনিধিঃ
|
কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বেনজির টিটো বলেছেন, "বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার বার্তা নিয়ে আপনাদের কাছে এসেছি। তিনি আরও বলেন, "১৬ বছর ধরে আওয়ামী লীগ দখল, চাঁদাবাজি, খুন, গুম, ও মিথ্যা মামলা দিয়ে বিএনপিকে নির্যাতন করে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। দেশের মানুষ অতিষ্ঠ হয়ে ওঠে এবং একটি ছাত্র-জনতা আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যায়। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দুর্গাপুর ইউনিয়ন বিএনপির আয়োজিত বিকাল তিনটায় পটল উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। দুর্গাপুর ইউনিয়ন বিএনপির নেতৃত্বে বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসমাবেশে যোগ দেন। অল্প সময়ের মধ্যেই পটল হাইস্কুল মাঠ জনসমুদ্রে পরিণত হয়। সভায় সভাপতিত্ব করেন দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল লতিফ মেম্বার এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসিনুর জামিল শাহিন, জেলা যুব দলের সভাপতি ঝলক। বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম ভিপি রফিক এবং সভাপতি মো. মজনু মিয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শহদেবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমান বালা, সল্লা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামিম প্রামাণিক, এলেঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মিনু এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা প্রমুখ। |