![]() হাতিয়ায় ৪টি মাছ ধরার ট্রলারডুবি, ৩০ জেলে নিখোঁজ
নতুন বার্তা, নোয়াখালী:
|
![]() শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় হাতিয়ার আমতলিসহ বিভিন্ন পয়েন্টের কাছাকাছি জায়গায় ট্রলারডুবির ঘটনা ঘটে। তবে নিখোঁজ জেলেদের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। ডুবে যাওয়া ট্রলারগুলোর মধ্যে আমতলী ঘাটের ১টি, বুড়ির দোনা ঘাটের ২টি এবং কাদেরিয়া ঘাটের ১টি। এছাড়া আরও কয়েকটি ট্রলার নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। হাতিয়ার ট্রলার মালিক লুৎফুল্লাহিল মজিব নিশান জানান, সন্ধ্যায় বৈরী আবহাওয়ার মধ্যে নিরাপদে ফিরতে গিয়ে ট্রলারগুলো ডুবে যায়। বেশিরভাগই মাছ ধরার ছোট ছোট ট্রলার ছিল। প্রাথমিকভাবে চারটি ট্রলার ডুবে যাওয়ার তথ্য পাওয়া গেছে। তবে অনেকগুলো ট্রলার ডুবে যাওয়ার তথ্য আসছে আমাদের কাছে। অনেক জেলে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ জেলেদের উদ্ধারে স্থানীয়রা কাজ করছেন। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সাগর উত্তাল থাকায় বেশি দূর যাওয়া যাচ্ছে না। |