/ সারাদেশ / অসামাজিক কার্যকলাপ: স্বেচ্ছাসেবক লীগ নেতাকে পুলিশে দিলেন স্ত্রী-এলাকাবাসী
অসামাজিক কার্যকলাপ: স্বেচ্ছাসেবক লীগ নেতাকে পুলিশে দিলেন স্ত্রী-এলাকাবাসী
নতুন বার্তা, ব্রাহ্মণবাড়িয়া:
|
ব্রাহ্মণবাড়িয়ায় নিজ বাড়িতে অসামাজিক কার্যকলাপের সময় জেলা স্বেচ্ছাসেবক লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ুমসহ তিনজনকে আটক করে পুলিশে দিয়েছেন স্ত্রী-এলাকাবাসী। রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। আব্দুল কাইয়ুম (৪৫) ব্রাহ্মণবাড়িয়ার সরকারপাড়ার আবদুন নূরের ছেলে। আটক অন্যরা হলেন- কাইয়ুমের সহযোগী উজ্জ্বল মিয়া (৩০) ও মাইশা (৩০)। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, শহরের সরকারপাড়া এলাকার একটি বাসভবনের নিচতলায় বসবাস করেন কাইয়ুম ও চারতলায় বসবাস করেন তার স্ত্রী-সন্তান। শনিবার রাতে নিচতলায় এক নারীর সঙ্গে অসামাজিক কার্যকলাপ করার সময় কাইয়ুম ও তার সহযোগীদের আটক করেন স্থানীয়রা। পরে ৯৯৯-এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের থানায় নিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আজ দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। ওসি মোজাফফর হোসেন আরও বলেন, কাইয়ুম এর আগেও একবার জেলার আখাউড়ার একটি হোটেলে নারীসহ আটক হয়েছিলেন। |