![]() শেরপুরে পাহাড়ি ঢলে শতাধিক গ্রাম প্লাবিত
নতুন বার্তা, ঢাকা:
|
![]() ঝিনাইগাতীর মহারশি নদীর বিভিন্ন জায়গায় বাঁধ ভেঙে উপজেলা সদর বাজার, বিভিন্ন গ্রাম ও রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। এছাড়া নালিতাবাড়ীর ভোগাই নদীর বাঁধ ভেঙে এলাকায় পানি প্রবেশ করতে শুরু করেছে। এতে ভোগান্তিতে পড়েছেন মানুষ। শেরপুর পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, জেলার পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি বিপৎসীমার ১৬.৫৫ মিলিমিটার, পাহাড়ি নদী চেল্লাখালির পানি ২১.৯৫ মিলিমিটার এবং ভোগাই নদীর দুটি পয়েন্টের পানি ২১.৯৫ মিলিমিটার ও ১৭.১৪ মিলিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। টানা ভারী বর্ষণের ফলে এসব নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বিভিন্ন স্থানে নদীর বাঁধ ভেঙে ও উপচে পানি লোকালয়ে প্রবেশ করে দুর্ভোগের সৃষ্টি হয়েছে বলে জানায় পাউবো। |