/ খেলাধুলা / ফর্মহীনতায় প্রশ্নের মুখে নাজমুল শান্তর অধিনায়কত্ব!
ফর্মহীনতায় প্রশ্নের মুখে নাজমুল শান্তর অধিনায়কত্ব!
নতুন বার্তা, ঢাকা:
|
ফর্মহীনতায় প্রশ্নের মুখের নাজমুল শান্তর অধিনায়কত্ব। টপ অর্ডার ব্যাটারকে নির্ভার রাখতে তিন ফরম্যাটের নেতৃত্ব নিয়ে ভাবতে পারে ক্রিকেট বোর্ড। জানিয়েছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। তবে অধিনায়ক বদলের আগে সমাধান চান অন্য ইস্যুর। সাদা পোষাকে আরও বিবর্ণ বাংলাদেশ। ভারতের কাছে সিরিজ হার, ঢাকা টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে বিধ্বস্ত। ঘরের মাঠের উইকেট বুঝতে না পারার ব্যর্থতা, ব্যাটারদের অফ ফর্ম নিয়ে নতুন করে আর কী বলার? অধিনায়ক, কোচ, টিম ম্যানেজমেন্ট প্রথম ম্যাচের পর কাঠগড়ায় সবাই। বাংলাদেশ সাবেক অধিনায়ক ও সাবেক নির্বাচক হাবিবুল বাশার বলেন, পঞ্চম বোলার সেটা একটা বিষয় ছিল। আমরা আরেকটা বোলার নিতে পারতাম কিনা। ম্যাচে ভুল একটাই টপঅর্ডারদের ব্যর্থতা। প্রথম ইনিংসে ১০৬ রান করলে আপনি পুরো টেস্ট ম্যাচটা পিছিয়েই থাকবেন। টপ অর্ডার নিয়ে দুশ্চিন্তায় বাংলাদেশ। টেস্ট হারের পর মেহেদি মিরাজের স্বীকার অকপটে। রান খরায় অধিনায়ক নাজমুল শান্ত। লঙ্গার ভার্সন ফরম্যাটে ১৬ ইনিংসে মাত্র ১ হাফসেঞ্চুরি। সঙ্গে দলের বাজে পারফরম্যান্সের কারণে প্রশ্ন উঠছে শান্তর নেতৃত্ব নিয়েও। হাবিবুল বাশার আরও বলেন, টিম ভালো করছে না। সেই সঙ্গে শান্ত ব্যাট হাতে যেমন খেলার কথা সেটা করতে পারছেন না। তিনটা ফরম্যাট তার জন্য হয়ত একটু বেশি হয়ে গেছে। ফরম্যাটে ভেদে অধিনায়ক দিয়ে সঙ্কটে পড়েছিল বিসিবি। দলের ভেতর তৈরি হয়েছিল বিভাজন। তাই সে পথে হাঁটার আগে ভাবতে হবে অনেক। পারফরম্যান্সের কারণে নেতৃত্বের আলোচনায় আসতে পারেন মেহেদি মিরাজ। বাংলাদেশ সাবেক অধিনায়ক ও সাবেক নির্বাচক আরও বলেন, যে কোনো দলের যদি আমরা ক্ষতি করতে চাই তাহলে সে দলের অধিনায়কের পেছনে লাগা। অধিনায়ক যদি আনসেটেল্ড হয় তাহলে দলের পারফর্ম করা খুবই ডিফিকাল্ট। অধিনায়ক পরিবর্তনের আগে আমাদের ভাবতে হবে যে আমরা যদি পরিবর্তন আনি তাহলে তার সঙ্গে এমন করব কিনা। পরিবর্তন চাইলে তো আজকে কালকেও করতে পারি। সাবেক অধিনায়কের বিশ্বাস চট্টগ্রামে ভুলের পুনরাবৃত্তি করবে না টিম বাংলাদেশ। |