/ সারাদেশ / নগর ভবনে ইফতেখার আহমেদ চৌধুরীর সংবর্ধনা
নগর ভবনে ইফতেখার আহমেদ চৌধুরীর সংবর্ধনা
এমদাদুর রহমান চৌধুরী জিয়া:
|
সিলেট সিটি কর্পোরেশনের সদ্য বিদায়ী প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখার আহমেদ চৌধুরীকে সংবর্ধনা জানানো হয়েছে। মঙ্গলবার বিকেলে নগর ভবনের সভাকক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সিটি কর্পোরেশনের প্রশাসক আবু আহমদ ছিদ্দীকী এনডিসি বলেন, নেতৃত্ব প্রদানে ইফতেখার আহমেদ চৌধুরীর চমৎকার দক্ষতা রয়েছে। ইতিবাচক মানসিকতা, কর্মদক্ষতা ও যোগ্যতার কারণে তিনি অন্যদের চেয়ে ব্যতিক্রম। তিনি যে প্রতিষ্ঠানেই যাবেন ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবেন। সংবর্ধিত অতিথির বক্তব্যে মো. ইফতেখার আহমেদ চৌধুরী দায়িত্ব পালনকালে সহযোগিতা করায় সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সিটি কর্পোরেশনের সচিব মো. আশিক নূরের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর, কর্মচারী সংসদের সভাপতি আব্দুল বাসিত প্রমুখ। সভায় সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা বিশ^জিত দেব, নির্বাহী প্রকৌশলী রুহুল আলম, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানা সহ বিভাগীয় প্রধান ও শাখা প্রধানগণ উপস্থিত ছিলেন। |