/ রাজনীতি / আনুপাতিক হারে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে ছোট দলগুলি সুবিধা বঞ্চিত হবে না: নাগরিক মঞ্চ
আনুপাতিক হারে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে ছোট দলগুলি সুবিধা বঞ্চিত হবে না: নাগরিক মঞ্চ
নতুন বার্তা, ঢাকা:
|
নাগরিক মঞ্চের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় বিএনপি'র নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে নাগরিক মঞ্চ নেতৃবৃন্দ বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন আনুপাতিক হারে অনুষ্ঠিত হলে ছোট দলগুলি সামাজিকভাবে রাজনৈতিক মর্যাদা অর্জন এবং দেশ সেবায় আত্মনিয়োগের সুযোগ পাবেন। এক্ষেত্রে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে যে প্রস্তাবনা এসেছে সেটিতে অধিকাংশ ইসলামী দল ও অন্যান্য ছোট দলগুলোর সম্মতি রয়েছে। এক্ষেত্রে বিএনপি'র উচিত হবে জামায়াতে ইসলামী সহ সকল রাজনৈতিক দল গুলোর সাথে আলোচনার ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হবে এ ব্যাপারে মতামত গ্রহণ করা। গণহত্যাকারী আওয়ামীলীগ ও তাদের দোসরদের জাতীয় নির্বাচনসহ সকল কর্মকান্ড থেকে বিরত রেখে যে সকল অপরাধ গুলি সংঘটিত করেছে তাহার সুষ্ঠু বিচার নিশ্চিতকরা। এবং তারা যাতে শাস্তির আওতায় থাকে সে বিষয় সজাগ দৃষ্টি রাখা। নাগরিক মঞ্চের নেতৃবৃন্দ বিএনপি'র স্থায়ী কমিটির সদস্যবৃন্দের সাথে আওয়ামী লীগ প্রসঙ্গে বলেন আপনারাই বহু দলীয় গণতন্ত্রের নামে আওয়ামীলীগকে রাজনৈতিক সুবিধা দিয়ে ফ্যাসিবাদ ও গুম হত্যা সন্ত্রাসের কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনা করার সুযোগ দিয়েছেন। অতএব আমরা এই দলীয় ক্রিমিনাল রাষ্ট্রপতিকে অপসারণের জোর দাবি জানাই পাশাপাশি খুনি স্বৈরাচারীনী শেখ হাসিনাকেও বিচারের আওতায় এনে দ্রুত শাস্তি নিশ্চিত করার দাবি জানাই। আমরা আপনাদের দেয়া ৩১ দফা গ্রহণ করলাম এটি পর্যালোচনা করে পরবর্তী আলোচনায় আমাদের মতামত অবহিত করবো। গতকাল ৩০ অক্টোবর ২০২৪ ইং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আহ্বানে গুলশান কার্যালয় নাগরিক মঞ্চের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য সুলতান মাহমুদ টুকু ও ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ ভুলু। নাগরিক মঞ্চের শরিক দলের মধ্যে উপস্থিত ছিলেন নাগরিক মঞ্চের সমন্বয়কারী ও দেশপ্রেমিক নাগরিক পার্টির চেয়ারম্যান আহসান উল্লাহ শামীম,নিরপেক্ষ জনতার ফোরামের সভাপতি মেজর (অবঃ) ডক্টর মাসুদুল হাসান, বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান ও নাগরিক মঞ্চের সমন্বয়কারী মোহাম্মদ মাসুদ হোসেন, বাংলাদেশ রিপাবলিকান পার্টির চেয়ারম্যান অধ্যাপক বাজলুর রহমান আমিনি, গ্রীন পার্টির চেয়ারম্যান রাজু আহমেদ খান, সুশীল ফোরাম এর সভাপতি মোহাম্মদ জাহিদ, বাংলাদেশ ইসলামী সমাজতান্ত্রিক দলের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান, বাংলাদেশ ডেভলপমেন্ট পার্টির চেয়ারম্যান অধ্যক্ষ শরিফুল ইসলাম,বাংলাদেশ সেবা পার্টির চেয়ারম্যান ডঃ মোহাম্মদ আবু তোহা, বাংলাদেশ আজাদী দলের চেয়ারম্যান রানা আহমেদ, লেবার পার্টির সভাপতি হুমায়ুন কবির, দেশপ্রেমিক নাগরিক পার্টির সিঃ ভাইস প্রেসিডেন্ট অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলাম,সুশীল ফোরাম মহাসচিব এসএম শহীদুল্লাহ, দেশপ্রেমিক নাগরিক পার্টির ভাইস চেয়ারম্যান কাজী মোহাম্মদ জিয়া উদ্দিন, ইসলামী সমাজতান্ত্রিক দলের মহাসচিব মোহাম্মদ আশরাফুল ইসলাম, গ্রীন পার্টির মহাসচিব ইঞ্জিনিয়ার মশিউর রহমান, মুসলিম সমাজের ভাইস চেয়ারম্যান গোলাম হোসেন সহ জাতীয় নেতৃবৃন্দ। |