/ সারাদেশ / ঠাকুরগাঁওয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে ঘটনায় আরও একটি মামলা
ঠাকুরগাঁওয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে ঘটনায় আরও একটি মামলা
কামরুল হাসান,ঠাকুরগাঁও প্রতিনিধি:
|
ঠাকুরগাঁওয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে মারপিটের ঘটনায় আরও একটি মামলা দায়ের করা হয়। রোববার পৌর শহরের সরকারপাড়া মহল্লার মো: মুসার ছেলে মো: সাজ্জাদ সরকার শাহিন (২৮) বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। মামলার বিবরণে জানা যায়, গত ৪ আগষ্ট বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে মামলার বাদী মো: সাজ্জাদ সরকার শাহিন সক্রিয়ভাবে জড়িত ছিলেন। এ অবস্থায় ওই দিন দুপুরে আর্টগ্যালারী অপরাজেয় ৭১ এর সামনে আন্দোলনে থাকাকালীন আসামীগণ তা প্রতিহত করতে দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে হামলা চালিয়ে বেশ কয়েকজনকে গুরুতর আহত করে। এ সময় আসামীগণ লাঠি-সোটা, লোহার রড, ককটেল ও হাত বোমা নিয়ে আন্দোলনে অংশগ্রহনকারীদের উপরে হামলা চালায়। এ সময় তার শরীর ছিটাগুলি লাগলে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি চিকিৎসা নেয়। মামলায় জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাহাবুবুর রহমান খোকন, মহিলা বিষয়ক সম্পাদিকা আয়েশা সিদ্দিকা তুলি, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনাম, পৌর কাউন্সিলর দোলন কুমার মজুমদারসহ ৯৪ জনের নাম উল্লেখ ও ১শ থেকে দেড়শজনকে অজ্ঞাতনামা আসামী করা হয়। |