/ সারাদেশ / হামযা রা. সালাফিয়্যাহ মডেল মাদরাসার আয়োজনে সালাফি কনফারেন্স ২০২৪
হামযা রা. সালাফিয়্যাহ মডেল মাদরাসার আয়োজনে সালাফি কনফারেন্স ২০২৪
মো. বাকী বিল্লাহ খান পলাশ:
|
০৯ নভেম্বর ২০২৪ খ্রি. তারিখ শনিবার হামযা রা. সালাফিয়্যাহ মডেল মাদরাসার আয়োজনে সালাফি কনফারেন্স ২০২৪ প্রতিষ্ঠানটির কমপ্লেক্স প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে আজ বুধবার কনফারেন্স পূব এক সভা অনষ্ঠিত হয। এতে সভাপতিত্ব করেন হামযা (রা.) মসজিদের সভাপতি শেখ মহব্বত আলী মিলন। আলোচনায় হামযা (রা.) ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক সৈয়দ মঈনুল শহীদ বলেন, এই প্রথম বৃহত্তর ফরিদপুরে ব্যাপক পরিসরে এমন সালাফি কনফারেন্সের আয়োজন করা হয়েছে। যেখান দেশের বিশিষ্ট ইসলামিক স্কলারগণ কনফারেন্সে অংশগ্রহণ করবেন। তিনি বলেন, কনফারেন্সে প্রধান অতিথি হিসাবে থাকবেন ইনপেক্টর মো. মোস্তাফিজুর রহমান অডেপ, আমি গোয়েন্দা শাখা ইনচাজ, বরিশাল। প্রধান আলোচক শাইখ ড. মুযাফ্ফর বিন মুহসিন, পরিচালক দারুল হুদা ইসলামী কমপ্লেক্স, রাজশাহী। প্রধান মেহমান হিসাবে থাকবেন শাইখ অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক, কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জঈমযে আহলেহাদীস। কনফারেন্সের বিশেষ আকষণ ড. মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী। এছাড়াও আলোচক হিসাবে থাকবেন শাইখ ড. আব্দুল বাসির বিন নওশাদ মাদানী, আব্দুল্লা বিন এরশাদ, সাইফুল্লাহ আল ফাহাদ, সাবের মাহমুদ, আবু বকর মাক্কী, খালিদ বিন দুরুল হুদা, শাইখ ড. আব্দুল্লাহিল কাফী মাদানী, মুফতি আব্দুর রহমান বিন আতাউল্লাহ, উস্তাদ আব্দুল বারী, প্রভাষক শহিদুল ইসলাম শহীদ, হাফেজ সাব্বির হোসাইন বিন আ. হান্নান, আবু মুহাম্মদ মাসুম বিল্লাহ, শাহাবুল বিন মোহসিনসহ প্রমুখ। কনফারেন্সটি সকাল নয়টা থেকে শুরু হয়ে দিনব্যাপি পরিচালিত হবে এবং এখানে স্বল্প মূল্যে মানসম্মত খাবার পাওয়া যাবে। উল্লেখ্য রাসূল (ছা.)-এর পূর্নাঙ্গ অনুসরণে ছালাত আদায়, কুরআন কারীম এবং দলিল ভিত্তিক বিশুদ্ধ হাদীসের আলোকে ইসলাম প্রচার, প্রসার ও প্রতিষ্ঠার লক্ষ্যকে সামনে নিয়ে ২০২২ খ্রিষ্টাব্দের এপ্রিলে রঘুনন্দনপুর, কোমরপুর ফরিদপুরে প্রতিষ্ঠিত হয়েছিল মসজিদে হামযা (রা.)। যার ধারাবাহিকতায় হামযা রা. সালাফিয়্যাহ মডেল মাদরাসার প্রতিষ্ঠা। যেখানে রয়েছে মক্তব, নাজেরা, হিফয, দাওরায়ে হাদিস ও জেনারেল কিন্ডার গার্টেন। রয়েছে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা পরিচালিত, আরবি ও ইংরেজি ভাষায় পূর্ণ দক্ষতা অর্জনের পাশাপাশি মুহাদ্দিছীনের মাসলাক অনুসরণে কুরআনুল করীম ও বিশুদ্ধ হাদিসের ব্যাখ্যা শিক্ষাদান, দেশী-বিদেশী শিক্ষা প্রতিষ্ঠানের সিলেবাসের সমন্বয়ে প্রনীত সিলেবাসের আলোকে পাঠদান, আরবি ও ইংরেজি বক্তব্য, বির্তক প্রতিযোগীতায় দক্ষতা অর্জন, আবাসিক ছাত্রদের জন্য অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা তদারকী, নিয়মিত খেলাধুর ও সাংস্কৃতিক কার্যক্রমের সু-ব্যবস্থা, তথ্য প্রযুক্তি কম্পিউটার শিক্ষা, হাতের লেখা, মশক্্ আবৃত্তি, উপস্থাপনার পতি বিশেষ গুরুপ্ত প্রদান এবং স্বাস্থ্যসম্মত খাবার ও মনরোম পরিবেশ। প্রতিষ্ঠানটি সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বার নিয়ন্ত্রিত। কনফারেন্সের সংশ্লিষ্ট সকল যোগাযোগ ও অথ সহায়তায় ০১৮৫৭৫০৩৯৩৯ নম্বর ব্যবহার করতে অনুরোধ করা হয়েছে। |