/ সারাদেশ / রাজশাহী চেম্বারের পরিচালক আশিকুর রহমান গ্রেপ্তার
রাজশাহী চেম্বারের পরিচালক আশিকুর রহমান গ্রেপ্তার
নতুন বার্তা, রাজশাহী:
|
রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আশিকুর রহমান তুহিনকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। বৃহস্পতিবার (৭ নভেম্বর) নওগাঁ সদরের ডাক্তারের মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এদিন রাতে র্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তার বিরুদ্ধে রাজশাহীতে নাশকতার মামলা রয়েছে বলে জানায় র্যাব। গ্রেপ্তার আশিকুর রহমান বোয়ালিয়া থানা আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান কালুর ছোট ছেলে। তিনি রাজশাহী নগরীর মুন্সিডাঙ্গা এলাকা বাসিন্দা। বিজ্ঞপ্তিতে বলা হয়, নগরীর বোয়ালিয়া থানায় গত ২৫ সেপ্টেম্বর আশিকুর রহমানের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়। ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। নওগাঁয় গ্রেপ্তারের পরে তাকে নগরীর বোয়ালিয়া থানায় হস্তান্তর করে র্যাব। |