/ বিনোদন / অভিনেত্রী আফরোজা হোসেন আর নেই
অভিনেত্রী আফরোজা হোসেন আর নেই
নতুন বার্তা, ঢাকা:
|
বাংলা নাটক ও চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেত্রী আফরোজা হোসেন আর নেই। রোববার, ১০ নভেম্বর ভোর ৬টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। খবরটি সামাজিক মাধ্যমে জানান, অভিনেত্রী মনিরা আক্তার মিঠু। শোক প্রকাশ করে মিঠু লিখেছেন, ‘এখন আমি কার সাথে কথা বলব আপা, কে আমাকে সাহস জোগাবে? তোমার ছেলে নাঈমকে আমি কী বলে সান্ত্বনা দেব? আমি টাঙ্গাইলে, এমন হতভাগী আমি তোমাকে শেষ বিদায় জানাতে পারলাম না।’ শোবিজ অঙ্গনে আফরোজা হোসেন ছিলেন এক পরিচিত ও জনপ্রিয় মুখ। তার অভিনয়জীবন শুরু হয় নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদের জনপ্রিয় নাটক আনন্দ পাঠ আসরের মাধ্যমে। এরপর তিনি বিভিন্ন নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা লাভ করেন। ২০২২ সালের সেপ্টেম্বরে আফরোজা হোসেনের জরায়ুর ক্যানসার ধরা পড়ে, যা ধীরে ধীরে মেরুদণ্ডের হাড়ে ছড়িয়ে পড়ে। চিকিৎসার জন্য তাকে ভারতেও নেওয়া হয়েছিল। গত বছরের শেষে কিছুটা সুস্থ বোধ করলেও, অবশেষে মারণব্যাধির কাছে হার মানেন তিনি। আফরোজা হোসেনের মৃত্যু শোবিজ অঙ্গনে একটি বড় শূন্যতার সৃষ্টি করেছে। |