/ আন্তর্জাতিক / সৌদিতে ব্যাপক ধরপাকড়, ২০ হাজার অভিবাসী গ্রেপ্তার
সৌদিতে ব্যাপক ধরপাকড়, ২০ হাজার অভিবাসী গ্রেপ্তার
নতুন বার্তা, ঢাকা:
|
সৌদি আরবে ব্যাপক ধরপাকড় চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। দেশটিতে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোড়ে ২০ হাজারে বেশি অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১০ নভেম্বর) সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথথ্য জানানো হয়েছে। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত এক সপ্তাহ অভিযান চালিয়ে এসব অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মন্ত্রণালয় জানিয়েছে, আবাসিক আইন লঙ্ঘনের জন্য ১১ হাজার ৫২৩ জনকে পাঁচ হাজার ৭১১ জনকে সীমান্ত সুরক্ষা লঙ্ঘনের জন্য এবং তিন হাজার ৫৪৪ জনকে শ্রমবিধি লঙ্ঘনের জন্য গ্রেপ্তার করা হয়েছে। কর্তকর্তারা জানিয়েছেন, অভিযানে সৌদিতে প্রবেশের চেষ্টাকালে এক হাজার ৫৬৯ জন গ্রেপ্তার হয়েছেন। তাদের মধ্যে ২৪ শতাংশ ইয়েমেনের নাগরিক, ৭৩ শতাংশ ইথিওপিয়া এবার বাকিরা অন্যান্য দেশের নাগরিক। এ ছাড়া অবৈধভাবে সৌদি আরব ত্যাগের চেষ্টাকালে ৬৩ জনকে আটক করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পরিবহন, আশ্রয় এবং লঙ্ঘনকারীদের নিয়োগে জড়িত থাকার জন্য ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া বর্তমানে ২০ হাজার ৩৬৩ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। তাদের মধ্যে ১৭ হাজার ৯১৫ জন পুরুষ এবং দুই হাজার ৪৪৮ জন নারী রয়েছেন। মন্ত্রণালয় আরও জানিয়েছে, ১২ হাজার ১৩৮ বন্দিকে নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে এবং তিন হাজার ১২৮ জনের প্রক্রিয়া চলছে। এ ছাড়া এখন পর্যন্ত ৯ হাজার ২৫৪ জনকে নির্বাসন দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক সতর্কবার্তায় বলা হয়েছে, অবৈধ অভিবাসীদের পরিবহন, আশ্রয় বা অন্যান্য সহায়তা প্রদান করে সহায়তা করলে তাদের ১৫ বছরের কারাদণ্ড এবং এক মিলিয়ন সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা অথবা দুই ই হতে পারে। এ ছাড়া এ সব অপরাথে ব্যবহৃত যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে। কর্তৃপক্ষ মক্কা, রিয়াদ এবং পূর্বাঞ্চলীয় প্রদেশে ৯১১ বা অন্যান্য অঞ্চলে ৯৯৯ ও ৯৯৬ নম্বরে কল করে লঙ্ঘনের রিপোর্ট করার জন্য জনগণকে অনুরোধ করেছে। |