/ সারাদেশ / লক্ষ্মীপুরে কৃষকের মাঝে সার বীজ ও প্রণোদনা প্রদান
লক্ষ্মীপুরে কৃষকের মাঝে সার বীজ ও প্রণোদনা প্রদান
ফয়সাল কবির, লক্ষ্মীপুর প্রতিনিধি:
|
জেলায় বন্যা পরবর্তী কৃষি পুনর্বাসন কর্মসূচি আওতায়, ছয় হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে নগদ অর্থ, সার ও বীজ বিতরণ কার্যক্রম শুরু। বুধবার (১৩নভেম্বর) সকালে, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উদ্যোগে, উপজেলা পরিষদ মিলনায়তনে এ কার্যক্রমের সুচনা করেন। লক্ষ্মীপুর খামারবাড়ীর উপ-পরিচালক সোহেল মো. শামসুদ্দীন ফিরোজ এর সভাপতিত্বে,অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সরকারি কমিশনার (ভূমি) অভি দাস। প্রধান অতিথির বক্তব্যে রাজিব কুমার সরকার বলেন, এদেশের কৃষকরাই আমাদের অর্থনীতির চাকা সচল করে রেখেছেন। কৃষকরা ভালো থাকলেই দেশ ভালো থাকবে, আর দেশকে ভালো রাখতে হলে কৃষকদেরকেও ভালো রাখতে হবে। দেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যায় এ অঞ্চলের কৃষকরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কৃষকদের পুনর্বাসনের কার্যক্রম হাতে নিয়েছে। তারই ধারাবাহিকতায় আজকের এ সার বীজ ও প্রণোদনা প্রদান করা হচ্ছে। এসময় উন্নত, সমৃদ্ধ ও আধুনিক কৃষি নির্ভর দেশ গড়ে তুলতে কৃষকদের প্রতি আহ্বান জানান তিনি। সদর উপজেলা কৃষি কর্মকর্তা ইমাম হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক ও অতিথিবৃন্দ উপস্থিত কৃষকদের হাতে সার বীজ তুলে দিয়ে আনুষ্ঠানিক ভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেছেন। ধারাবাহিক ভাবে সদর উপজেলার ছয় হাজার কৃষক এই কর্মসূচির আওতায় সুবিধা ভোগ করবেন বলে জানা গেছে। |