/ সারাদেশ / কয়রায় পর্যাপ্ত পরিমাণ ক্লাস রুম না থাকায় পাঠদানে ব্যহত
কয়রায় পর্যাপ্ত পরিমাণ ক্লাস রুম না থাকায় পাঠদানে ব্যহত
কয়রা(খুলনা) প্রতিনিধি:
|
খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের বোগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পর্যাপ্ত পরিমাণে ক্লাস রুম না থাকায় পাঠদানে সমষা হচ্ছে বলে জানিয়েছে কোমল মতি শিক্ষার্থীরা। ১৪ নভেম্বর সকালে সরজমিন গিয়ে দেখা যায় দুটি ভবনের চাল ভেঙে পড়ছে ঝুঁকি পূর্ণ ক্লাস রুমে পাঠদান বন্ধ করছে শিক্ষকরা। পরিত্যক্ত ভবন দুটি সংস্কার না করায় ঠিক মতো পাঠদান করা যাচ্ছেনা। কয়েক জন অভিভাবক দের সাথে কথা হলে বলেন ছোটো, ছোটো ছেলে, মেয়ে রা স্কুলে আসে লেখা পড়া করার জন্য কিন্তু পর্যপ্ত পরিমাণ ক্লাস রুম না থাকায় চরম বিপাকে পড়তে হচ্ছে আমাদের কোমল মতি ছোটো, ছোটো বাচ্চাদের। বিষয় টা নিয়ে আলাপ করেছিলাম বোগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধীরাজ মোহন সরকার এর সাথে তিনি বলেন আমরা বহু বার মৌক্ষক ভাবে, লিখিত ভাবে আবেদন করছি পরিত্যত্ত ভবন দুটি সংস্কারের জন্য কিন্তু কোনো রকম সাড়া পায়নি। বিদ্যালয় টি প্রতিষ্ঠিত করা হয় ১৯৩৩ সালে। বিষয় টা নিয়ে কথা বলে ছিলাম উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার পাল এ-র সাথে তিনি বলেন পরিত্যক্ত ভবন দুটি নিলামের মাধ্যমে বিক্রয় করে দিয়ে নতুন ভবন তৈরী করবো তার জন্য উপজেলা ইন্জিনিয়ার অফিসে লিখিত আবেদন করেছি।আর শিক্ষা দপ্তর থেকে যদি কোনো সহযোগিতা পায় তাহলে আমরা দূরত কাজ শুরু করো।
|