/ সারাদেশ / ঐতিহাসিক নান্দাইল দীঘিকে পর্যটকদের আকর্ষণীয় করতে 'এসোর' উদ্যোগ
ঐতিহাসিক নান্দাইল দীঘিকে পর্যটকদের আকর্ষণীয় করতে 'এসোর' উদ্যোগ
আব্দুন নুর নাহিদ, জয়পুরহাট প্রতিনিধি:
|
জয়পুরহাটের কালাই উপজেলার ঐতিহাসিক নান্দাইল দীঘিকে পর্যকটকদের জন্য আকর্ষণীয় করতে বিভিন্ন ধরনের উদ্যোগ হাতে নিয়েছে এহেড সোশ্যাল অর্গানাইজেশন 'এসো'। শুক্রবার বিকেলে নান্দাইল দীঘি চত্তরে এসোর আয়োজনে মৎস পণ্য তৈরি ও বিপণন অনুষ্ঠান শেষে 'এসোর' উপ নির্বাহী পরিচালক মো. আতাউর রহমান তিনি একথা বলেন। তিনি আরো বলেন, জেলায় বিনোদনের জন্য বড় পরিসরে তেমন কোন পার্ক বা বিনোদন কেন্দ্র নেই। পাহাড় পর্বত, সমূদ্রের মত প্রাকৃতিক সৌন্দর্য একদমই নেই। 'এসো' সংস্থা সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে নান্দাইল দীঘিকে পর্যটকদের জন্য আকর্ষণীয় করে গড়ে তোলোর চেষ্টা করা হচ্ছে। পর্যটন কেন্দ্র গড়ে উঠলে স্থানীয় জনগণের আয়ের সুযোগ সৃষ্টি হবে তেমনি ঐতিহাসিক নান্দাইল দীঘি দেশ ও সারাবিশ্বে পরিচিতি লাভ করবে। এসোর সিনিয়র কৃষি কর্মকর্তা কৃষিবিদ সলিল কুমার চৌধুরী বলেন সংস্থার সমন্বিত কৃষি ইউনিট (মৎস্য)-এর আওতায় একটি বিশেষায়িত ফুড কোর্ট স্থাপন করা হয়েছে। দীঘিতে নৌকা ভ্রমণ করা যাবে সাথে খাবারও গ্রহণ করা যাবে, ভাসমান যানে অবকাশ যাপনেরও ব্যবস্থা থাকবে। ইতিমধ্যে একটি সুন্দর নৌকা নির্মাণের কাজ চলমান রয়েছে। এসময় উপস্থিত ছিলেন, এসোর প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাব্বির হোসেন, মৎস্য কর্মকর্তা নাজমুল হাসানসহ আরো অনেকে। |