/ সারাদেশ / ঝালকাঠিতে মহিলা দল নেত্রী বহিষ্কার
ঝালকাঠিতে মহিলা দল নেত্রী বহিষ্কার
নতুন বার্তা, ঝালকাঠি:
|
ঝালকাঠিতে জাতীয়তাবাদী মহিলা দলের এক নেত্রীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার (০১ ডিসেম্বর ) বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানা গেছে। বহিষ্কৃত ওই নেত্রীর নাম মিসেস শারমিন আক্তার মুক্তা। তিনি জাতীয়তাবাদী মহিলা দল ঝালকাঠি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চাঁদাবাজিসহ দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে জাতীয়তাবাদী মহিলা দল ঝালকাঠি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মিসেস শারমিন আক্তার মুক্তাকে জাতীয়তাবাদী মহিলা দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি প্রদানপূর্বক বহিষ্কার করা হয়েছে। সংগঠন থেকে বহিষ্কৃত হওয়ায় তার সঙ্গে মহিলা দলের সব পর্যায়ের নেতাকর্মীকে কোনো প্রকার যোগাযোগ না রাখতে বলা হয়েছে। শারমিন আক্তার মুক্তা বলেন, আমি ২০১০ সালে মহিলা দলের সঙ্গে যুক্তছিলাম। ২০২১ সালে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়ে দলকে শক্তিশালী করেছি। আমি ষড়যন্ত্রের শিকার হয়েছি। আমার বিরুদ্ধে যে অভিযোগ দেওয়া হয়েছে তার কোনো প্রমাণ নেই। মিথ্যা অভিযোগ দিয়ে আমাকে হয়রানি করা হয়েছে। আমি সঠিক তদন্ত করে এর বিচার চাই। আমি বিগত ২০২২ সালের ৫ জানুয়ারি আওয়ামী লীগের হামলার শিকার হয়েছি। এতে আমার গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়। আমি দীর্ঘদিন নির্যাতন সহ্য করে আজ তার ফল পেলাম। জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন বলেন, এ বিষয়ে কেউ আমাকে অবহিত করেনি বা কোনো অভিযোগ পাইনি। |