/ সারাদেশ / কয়রায় পিচের রাস্তার কাজ রেখে চলে গেছে ঠিকাদার
কয়রায় পিচের রাস্তার কাজ রেখে চলে গেছে ঠিকাদার
কয়রা(খুলনা) প্রতিনিধি:
|
খুলনার কয়রা উপজেলা সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড ৪ নং কয়রা পল্লী মঙ্গল থেকে ২ কিলোমিটার উত্তর চক গ্রাম পর্যন্ত ইটের সলিং উঠিয়ে পিচের রাস্তা নির্মাণ কাজ রেখে চলে গেছে ঠিকাদার। ২ ডিসেম্বর দুপুরে ঐ এলাকা ঘুরে দেখা যায় ঠিকাদার রাস্তার ইট উঠিয়ে খনন করে বালি ভরাট করে প্রায় ৬ মাস যাবত ফেলে রেখেছে। চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এই রাস্তা দিয়ে স্থানীয় জনসাধারণ নয় আশেপাশের এলাকা থেকে উত্তর চক মাদ্রাসা ও মহিলা মাদ্রাসার ছাত্র ছাত্রী রা যাতায়াত করে। স্থানীয় কয়েক জন বাসিন্দা ও শিক্ষার্থী রা বলেন আমাদের এলাকার চলাচলের একমাত্র রাস্তা টা নির্মাণ করার জন্য বহু দিন যাবত বালি ভরাট করে রেখেছে। বাতাসে বালু উড়লে কোমল মতি ছোটো বাচ্চাদের স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে। সংশ্লিষ্ট কত্রিপক্ষ যথা সময়ে রাস্তা টি নির্মাণ করে দেয় সেই দাবি জানাচ্ছি। অত্র ওয়ার্ডের ইউপি সদস্য ও কয়রা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম লূৎফার রহমান বলেন ঠিকাদার রাস্তা নির্মাণ করার জন্য বালু উত্তোলন করে রেখে চলে গেছে। বিষয় টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে যথা সময়ে রাস্তা টা নির্মাণ কাজ শুরু হবে। বিষয় টা নিয়ে আরও কথা বলেছিলাম উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী(এল জি ইডি) কর্মকর্তা মোঃ দারুল হুদা 'র সাথে তিনি বলেন কাজ রেখে চলে যাওয়া ঠিকাদারের কাজ বাতিল করা হয়েছে। নতুন করে রাস্তা টা নির্মাণ করার টেন্ডার দেওয়া হয়েছে খুব শিগগিরী কাজ শুরু হবে। মোঃ দারুল হুদা 'র কাছে জানতে চাওয়া হয় কোন ঠিকাদারি প্রতিষ্ঠান এই কাজ টি নিয়ে ছিলো তার নাম ও রাস্তা নির্মাণের জন্য কত টাকা বরাদ্দ ছিলো সে বিষয় কোনো তথ্য তিনি দেননি।
|