/ আইন / আদালত / পরবর্তী শুনানি ২রা জানুয়ারি: চিন্ময়ের পক্ষে আদালতে আসেননি কোনো আইনজীবী
পরবর্তী শুনানি ২রা জানুয়ারি: চিন্ময়ের পক্ষে আদালতে আসেননি কোনো আইনজীবী
নতুন বার্তা, ঢাকা:
|
রাষ্ট্রদ্রোহ মামলায় আটক সনাতনী জাগরণ মঞ্চের নেতা চিন্ময় কৃষ্ণ দাশের পক্ষে শুনানিতে অংশ নেননি কোনো আইনজীবী। যে কারণে শুনানি মুলতবি করে আগামী ২রা জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. সাইফুল ইসলামের আদালত গতকাল এই সিদ্ধান্ত দেন। বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (ক্রাইম) মো. রইস উদ্দিন বলেন, মঙ্গলবার চিন্ময়ের জামিন শুনানির পূর্ব নির্ধারিত তারিখ ছিল। কিন্তু কোনো আইনজীবী শুনানিতে অংশগ্রহণ না করায় আদালত শুনানির তারিখ পিছিয়ে ২রা জানুয়ারি করেছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জামিন শুনানির সময় নির্ধারিত ছিল। নির্ধারিত সময়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীরাও উপস্থিত হন। এ সময় চিন্ময়কে গ্রেপ্তার ও পরবর্তী সহিংসতায় নিহত আইনজীবী আলিফের বিচার দাবিতে স্লোগান দেন আইনজীবীরা। উত্তপ্ত হয়ে ওঠে আদালত প্রাঙ্গণ। তবে চিন্ময়ের পক্ষে কোনো আইনজীবী শুনানির জন্য উপস্থিত না থাকায় আদালত শুনানির জন্য ২রা জানুয়ারি দিন ধার্য করেন। পরে আইনজীবীরা আলিফ হত্যাকাণ্ড ও আদালত প্রাঙ্গণে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়েরকৃত মামলায় চিন্ময়কে আসামি করার দাবি জানান। একই সঙ্গে চিন্ময়কে সহযোগিতা করায় তারা চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মফিজুল হক ভূঁইয়ার পদত্যাগ দাবি করে বিক্ষোভ করতে থাকেন। বিক্ষুব্ধ আইনজীবীরা বলেন, ‘আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় এখনো বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের নেতা চিন্ময়কে গ্রেপ্তার দেখানো হয়নি। এ সন্ত্রাসী উগ্রপন্থি চিন্ময়কে দায়ের হওয়া সকল মামলায় গ্রেপ্তার দেখাতে হবে। উগ্রপন্থি ইসকন সন্ত্রাসীদের এই চট্টগ্রামের মাটি থেকে চিরতরে বিচ্ছিন্ন করে দেবো। এই বাংলার জমিনে ইসকন সন্ত্রাসীদের ঠাঁই হবে না। শহীদ আলিফের রক্তের আন্দোলনে অংশ নিয়ে সবাই ঐক্যবদ্ধ থাকবেন।’ তারা বলেন, ‘পিপিসহ কয়েকজন আইনজীবী আলিফ ভাইয়ের রক্তের সঙ্গে বেঈমানি করেছে। তাদের এ আদালত ভবন থেকে বিতাড়িত করবো। আর স্পষ্ট করে বলতে চাই, চিন্ময় দাশের পক্ষে কেউ যদি ওকালতনামা দাখিল করে সঙ্গে সঙ্গে তাকে আদালতপাড়ায় গণপিটুনি দিতে হবে। বার কাউন্সিলর থেকে সনদ বাতিল করতে হবে।’ |