![]() গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে বিপর্যস্ত সিরাজগঞ্জের জনজীবন
নতুন বার্তা, সিরাজগঞ্জ:
|
![]() সোমবার (০৯ ডিসেম্বর) সকাল থেকেই মেঘাচ্ছন্ন রয়েছে আকাশ। বেলা সাড়ে ১১টার দিকে সূর্য সামান্য উঁকি দিলেও এরপর থেকেই মেঘাচ্ছন্ন হয়ে পড়ে যায় প্রকৃতি। সেই সঙ্গে বাড়তে থাকে শীতের প্রকোপও। আবহাওয়ার এমন বৈরিতায় নিম্ন আয়ের কর্মজীবী মানুষগুলো পড়েছেন বিপাকে। শহরে লোকসংখ্যাও তুলনামূলক কম থাকায় ভাড়া পাচ্ছে না রিকশা ও অটোরিকশাগুলো। ফলে তাদের আয়ও কমে গেছে। তাড়াশ কৃষি আবহাওয়া অফিস জানায়, সোমবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যেটা চলতি মৌসুমে এ অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা। অপরদিকে বাঘাবাড়ি আবহবাওয়া অফিস জানিয়েছে সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ দশমিক ৭ ডিগ্রি সেলিসিয়াস। তাড়াশ কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, ‘সাগরে লঘুচাপের প্রভাবে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। মাঝে মাঝে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। তবে এটা কুয়াশা বা শৈতপ্রবাহ নয়। আগামীকালও এমন অবস্থা বিরাজমান থাকতে পারে। বুধবার (১১ ডিসেম্বর) থেকে আবহাওয়া স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।’ |