/ বিনোদন / স্টেজ শো নিয়ে ব্যস্ত মিলা
স্টেজ শো নিয়ে ব্যস্ত মিলা
নতুন বার্তা, ঢাকা:
|
শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী মিলা ইসলাম। তার কণ্ঠের একাধিক জনপ্রিয় গান রয়েছে। মাঝে স্টেজ শোতে খুব একটা দেখা না গেলেও, বর্তমানে তিনি স্টেজ শো নিয়ে দেশ-বিদেশে ব্যস্ত সময় পার করছেন। ১৪ ডিসেম্বর প্রবাসীদের আমন্ত্রণে অস্ট্রেলিয়ায় একটি কনসার্টে গান শোনান এ শিল্পী। পরদিনই দেশে ফিরে অংশ নেন বিজয় দিবসের কনসার্টে। মানিক মিয়া এভিনিউতে বিএনপির উদ্যোগে আয়োজিত এ কনসার্টে গান করেন দেশের নন্দিত সব তারকা শিল্পীরা। মিলা বলেন, ‘এখন স্টেজ শো’র মৌসুম। শ্রোতাদের সামনে গান গাওয়ার আনন্দই আলাদা। চলতি ডিসেম্বরে স্টেজ শো নিয়ে খুব ব্যস্ততা যাচ্ছে। দেশ-বিদেশের নানা আয়োজনে অংশ নিচ্ছি। স্টেজ শোতে মনোযোগী হয়েছি বলে নতুন গান প্রকাশ করছি না, তা কিন্তু নয়। শোর পাশাপাশি নতুন গানও করছি। দ্রুতই নতুন গানগুলো প্রকাশ করার ইচ্ছা রয়েছে।’ |