/ সারাদেশ / সুনির্দিষ্ট রোডম্যাপের মাধ্যমে নির্বাচনের তারিখ ঘোষণা করুন : খায়ের ভূঁইয়া
সুনির্দিষ্ট রোডম্যাপের মাধ্যমে নির্বাচনের তারিখ ঘোষণা করুন : খায়ের ভূঁইয়া
লক্ষ্মীপুর প্রতিনিধি:
|
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুঁইয়া বলেছেন, অবিলম্বে রোডম্যাপ গঠন করে, নির্বাচনের তারিখ ঘোষণা করে ও জনগণের ভোটের অধিকার নিশ্চিত করে, ভোটের তারিখ ঘোষণা করে নির্বাচিত জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করার দায়িত্ব হচ্ছে আপনাদের। তিনি বলেন, ইতিমধ্যে নানান সমস্যা দেখা দিয়েছে। আমরা কিন্তু সম্মিলিতভাবে আপনাদের সাহায্য-সহযোগিতা করেছি এবং সাহায্য-সহযোগিতা করে যাবো, এটা আমাদের প্রতিশ্রুতি। কিন্তু আপনাদের রোডম্যাপ গঠন করতে হবে, কতোদিনের মধ্যে নির্বাচন হবে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেল ৫ টার দিকে লক্ষ্মীপুরের রায়পুর শহিদ ওসমান চত্বরে রায়পুর উপজেলা বিএনপি'র নবগঠিত আহ্বায়ক কমিটি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আবুল খায়ের ভুঁইয়া বলেন, বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র চলতে শুরু হয়েছে। এইভাবে অনিশ্চয়তার মধ্য দিয়ে দেশ চলতে পারে না। তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করবো অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করুন। বিগত দিনে যারা ঘুম, হত্যা এবং বাংলাদেশের টাকা লুন্ঠনকারীদের তালিকা দেশের সকল মিডিয়াতে প্রকাশ করুন। খুনি শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে। রায়পুর উপজেলার বিএনপির আহ্বায়ক জেড এম নাজমুল ইসলাম মিঠুর সভাপতিত্বে ও রায়পুর উপজেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ইমরানের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, রায়পুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির আহ্বায়ক এবিএম জিলানী ও সদস্য সচিব শফিকুর রহমান আলমাস প্রমুখ। সভা শেষে উপজেলা ও পৌর বিএনপি'র নবগঠিত আহ্বায়ক কমিটির পক্ষ থেকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়াকে ফুলেল শুভেচ্ছা জানান দলটির নেতাকর্মীরা। |