/ খেলাধুলা / চলে গেলেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার
চলে গেলেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার
নতুন বার্তা, ঢাকা:
|
১৯৬৬ সালে প্রথম এবং একমাত্র বিশ্বকাপ জয় করে ইংল্যান্ড। সে বিশ্বকাপজয়ী দলের সব ফুটবলার কিংবদন্তির তকমা পান। এখন আর সে দলের খুব বেশি ফুটবলার বেঁচে নেই। এবার পৃথিবীর মায়া ছাড়লেন সেই কিংবদন্তি দলের মিডফিল্ডার জর্জ ইস্টহ্যামও। ৮৮ বছর বয়সি ইস্টহ্যাম অবশ্য সে বিশ্বকাপে কোনো ম্যাচ মাঠে নামার সুযোগ পাননি। তবে সাইডবেঞ্চে বসে বিশ্বকাপ পার করলেও মেডেল তো ঠিকই পেয়েছিলেন। স্বপ্নের সে বিশ্বকাপের ঠিক আগের আসর তথা ১৯৬২ বিশ্বকাপের স্কোয়াডেও ছিলেন ইস্টহ্যাম। তবে সেবারও কোনো ম্যাচ খেলা হয়নি তার। আন্তর্জাতিক ফুটবলে ১৯ ম্যাচ খেলে তার গোলসংখ্যা ২। ক্লাব ফুটবলে ইস্টহ্যামের শুরুটা ছিল আর্ডসের হয়ে। এরপর স্টোকস সিটি, নিউক্যাসল ইউনাইটেড ও আর্সেনালে মতো ক্লাবে খেলেছেন তিনি। খেলোয়াড়ি জীবন শেষ হওয়ার পর ১৯৭৭ সালে স্টোকস সিটির কোচ হন ইস্টহ্যাম। তবে প্রিয় ক্লাবের ডাগআউটে ১০ মাসের বেশি টিকতে পারেননি তিনি। |