/ সারাদেশ / অধ্যক্ষ আব্দুর রহীম আলকাদেরীর (রহ.) ছিলেন সুন্নতে নববীর অনন্য দৃষ্টান্ত
ফাতেহা শরীফের মাহফিলে বক্তারা
অধ্যক্ষ আব্দুর রহীম আলকাদেরীর (রহ.) ছিলেন সুন্নতে নববীর অনন্য দৃষ্টান্ত
এমরান কাদেরী, বোয়ালখালী (চট্টগ্রাম):
|
বোয়ালখালীতে পীরে কামেল আল্লামা অধ্যক্ষ মুফতি মুহাম্মদ আব্দুর রহীম আলকাদেরীর (রাহ:) ছয় মাসিক ফাতেহা শরীফ ২১ ডিসেম্বর শনিবার দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে শাহ মাবুদিয়া দরবার শরীফে অনুষ্ঠিত হয়েছে। শাহ মাবুদিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন হাফেজ মাওলানা সৈয়দ মোহাম্মদ আবদুর রকিব রাহাত (মা.)'র ছদারতে মাহফিলে প্রধান অতিথি ছিলেন, হাটহাজারী ইমাম শেরে বাংলা (র.) দরবার শরীফের মুন্তাজেম হযরতুলহাজ্ব আল্লামা শাহসুফি সৈয়দ মোহাম্মদ আমিনুল হক আলকাদেরী (মা.), বিশেষ অতিথি ছিলেন, শাহজাদা সৈয়দ মোহাম্মদ বদরুল হক আলকাদেরী, চট্টগ্রাম নেছারিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ শায়খুল হাদীস আল্লামা মোহাম্মদ রফিক উদ্দিন সিদ্দিকী, সৈয়দ মোহাম্মদ এনামুল হক আলকাদেরী, আল্লামা সৈদুল হক আনসারী, আল আমীন বারীয়া দরবার শরীফের শাহজাদা আল্লামা সৈয়দ মোহাম্মদ সাইফুল ইসলাম বারী, শাহজাদা সৈয়দ মোহাম্মদ আবদুল ওয়াহেদ শিহাব প্রমূখ। কর্মসূচির মধ্যে ছিল খতমে কোরআন, খতমে গাউছিয়া, খতমে খাজেগান এবং হুজুর কেবলা (রহ:) ও আওলিয়া কেরামের জীবনী আলোচনা, মিলাদ, কিয়াম, দোয়া মোনাজাত ও তাবরুক বিতরণ করা হয়েছে। |