/ রাজনীতি / বাউফলে কোন শিক্ষিত বেকার থাকবে না - ড. মাসুদ
বাউফলে কোন শিক্ষিত বেকার থাকবে না - ড. মাসুদ
নতুন বার্তা, ঢাকা:
|
জমিন পবিত্র করতে হলে আগে নিজেকে পবিত্র হতে হবে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারী, বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, যারা জমিনের নেতৃত্ব দিবে রাষ্ট্র পরিচালনা করবে তাদের নিজেদেরই যদি আদর্শ কিংবা চরিত্র না থাকে তবে জমিনের বা রাষ্ট্রের সাধারন মানুষ তাদের থেকে কিছুই পাবে না। যেমন আওয়ামী লীগ থেকে জাতি কিছু পাইনি। উল্টো আওয়ামী লীগ জাতির মাথা বিক্রি করে বিদেশ থেকে হাজার-হাজার কোটি টাকা ঋণ নিয়ে নিজেরা সেই ঋণের টাকা লুটেপুটে খেয়েছে। জাতির মাথায় ঋণের বোঝায় তুলে দিয়ে এখন তারা ভারত পালিয়ে গেছে। শনিবার বিকেলে পটুয়াখালীর বাউফল উপজেলার ধানদী কামিল মাদ্রাসার সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। ধানদী কামিল মাদ্রাসার স্বপ্নদ্রষ্টা অধ্যক্ষ মুহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. শামছুল আলম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ শাহ্ আলমগীর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. জালাল উদ্দিন চৌধুরী, পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসানত মোহাম্মদ আরেফীন, ইসলামি বিশ্ববিদ্যালয়- কুষ্টিয়া’র অধ্যাপক ড. মুহাম্মদ ইদ্রিস আলী, আদ্ব-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন, বিশিষ্ট ইসলামিক স্কলার মুফতি আমির হামজা। সন্ধ্যায় বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র উপহার প্রদানকালে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, বাউফল উপজেলায় কোন শিক্ষিত বেকার থাকবে না। জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কর্মমূখী শিক্ষা ব্যবস্থা চালু হবে। ফলে শিক্ষা জীবন শেষে শুধু একটা সার্টিফিকেট দেওয়া হবে না, সার্টিফিকেটের সাথে সাথে কর্মও দেওয়া হবে। তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার শিক্ষা ব্যবস্থা চালু করবে জামায়াতে ইসলামী। এই শিক্ষা ব্যবস্থা চালু হলে বাংলাদেশ একজন লোকও চাকুরীর পিছনে ছুঁটতে ছুঁটতে বয়স পার করে ফেলবে না। বরং কর্মই তার পিছনে ছুঁটবে। এসময় তিনি আরো বলেন, আওয়ামী লীগের শিক্ষা নীতিতে চোর-ডাকাত, সন্ত্রাসী আর দুর্নীতিবাজ সৃষ্টি হয়েছে। জামায়াতে ইসলামীর শিক্ষা ব্যবস্থায় মানবিক, আদর্শ ও চরিত্রবান মানুষ তৈরি হবে। মানবিক মানুষ ব্যতিত মানবিক রাষ্ট্র গঠন হয়নি, হবে না। মানুষের তৈরি মতবাদে মানবিক মানুষ হওয়া যায় না, যাবে না। মানবিক মানুষ হতে হলে ইসলামের শিক্ষা লালন ও ধারণ করতে হবে। ইসলামী শিক্ষায় মানবিক মানুষ ও মানবিক রাষ্ট্র গঠন সম্ভব। তাই মানবিক রাষ্ট্র গঠনের জন্য তিনি বাউফল বাসীকে ইসলামের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। |