/ শিক্ষা / অভিজ্ঞতাভিত্তিক জ্ঞান অর্জনে শিক্ষার্থীদের জন্য আইএসডি’র ‘উইক উইদাউট ওয়ালস’
অভিজ্ঞতাভিত্তিক জ্ঞান অর্জনে শিক্ষার্থীদের জন্য আইএসডি’র ‘উইক উইদাউট ওয়ালস’
নতুন বার্তা, ঢাকা:
|
ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার (আইএসডি) ৬ষ্ঠ থেকে ১০ম গ্রেডের সকল শিক্ষার্থী সম্প্রতি শিক্ষাপ্রতিষ্ঠানটির ‘উইক উইদাউট ওয়ালস’ প্রোগ্রামের আওতায় এশিয়া মহাদেশের বিভিন্ন দর্শনীয় ও উল্লেখযোগ্য স্থান ঘুরে দেখেছে। বিভিন্ন দেশে বৈচিত্র্যময় সাংস্কৃতিক আয়োজন, আউটডোর অ্যাডভেঞ্চার, সার্ভিস লার্নিং ও দক্ষতা উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রমে অংশ নিয়ে শিক্ষার্থীরা সপ্তাহব্যাপী আয়োজনটি স্মরণীয় করে তোলে। উইক উইদাউট ওয়ালস -এর অভিজ্ঞতা থেকে শিক্ষার্থীরা দলগতভাবে কাজ করা, নেতৃত্বের গুণাবলী অর্জনসহ বিভিন্ন ধরনের সমস্যা সমাধানের দক্ষতা অর্জন করে, যা তাদেরকে ভবিষ্যতের জন্য আরও প্রস্তুত করে তুলেছে। প্রোগ্রামের অংশ হিসেবে আইএসডি’র ১০ম গ্রেডের ৩২ জন শিক্ষার্থী ইন্দোনেশিয়ার বিনতান আইল্যান্ডে সাধারণ জনগণ ও কম্যুনিটি সেন্টারের জন্য বর্জ্যপানি ব্যবস্থাপনা প্রক্রিয়া উন্নয়নে অংশ নেয়। সেইফ ওয়াটার গার্ডেন উদ্যোগের আওতায় স্থানীয় প্রতিষ্ঠান লুলা ইকো অ্যাডভেঞ্চারের সাথে যৌথভাবে এই কার্যক্রম পরিচালিত হয়। দূষিত পানি থেকে রোগ-ব্যাধি ছড়ানো দূর করা, খাদ্য উৎপাদনে সহযোগিতা করা, পরিবেশের ইতিবাচক পরিবর্তন সাধন, ব্যয় সাশ্রয় ও স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে উল্লেখিত বর্জ্যপানি ব্যবস্থাপনা অবকাঠামোটি তৈরি করা হয়। “বিনতানে আমাদের সার্ভিস প্রজেক্টটির ইতিবাচক প্রভাব স্থানীয় সম্প্রদায়ের মানুষদের আরো উজ্জীবিত করে তুলেছে। একই উদ্দেশ্য অর্জনে একসাথে কাজ করে শিক্ষার্থীদের নিজেদের মধ্যে সম্পর্কও আরো দৃঢ় হয়ে উঠেছে,” বলে জানায় উইক উইদাউট ওয়ালস -এ অংশ নেয়া ১০ম গ্রেডের শিক্ষার্থী পারিসা। অন্যদিকে, স্কুলের গ্রেড ৮ -এর ২৮ জন শিক্ষার্থী ভিয়েতনামের উত্তরাঞ্চলে না চাও নামক একটি গ্রাম পরিদর্শন করে। সেখানে তারা ৭০ মিটার দীর্ঘ একটি রাস্তার সংস্কার কার্যে অংশ নেয়, যার মাধ্যমে গ্রামটির সাথে নিকটবর্তী শহরের যাতায়াত ও পণ্য পরিবহন ব্যবস্থা আরো উন্নত হয়। শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না চাও গ্রামের একজন অধিবাসী জানান, এই সংস্কারের আগে, বিশেষত বর্ষাকালে, তাদের যাতায়াতের ক্ষেত্রে অনেক দুর্ভোগ পোহাতে হত। স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করা আইএসডি’র একজন শিক্ষার্থী বলে, “রাস্তা নির্মাণের মত কাজে আমরা আগে কখনো অংশ নেইনি, তাই এটা আমাদের জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। কিন্তু আমাদের শিক্ষক ও স্থানীয় জনগণের সহযোগিতায় আমরা সফলভাবে কাজটি সম্পন্ন করতে পেরেছি। এই অনন্য উদ্যোগের অংশ হতে পেরে আমরা সবাই খুবই আনন্দিত।” ইন্টারন্যাশনাল ব্যাকালরিয়েট (আইবি) মিডল ইয়ার্স প্রোগ্রাম কারিকুলামের একটি বিশেষ ধাপ ‘সার্ভিস অ্যাজ অ্যাকশন’ -এর অংশ হিসেবে আইএসডি’র ১২০ জনেরও বেশি শিক্ষার্থী উইক উইদাউট ওয়ালস প্রোগ্রামে অংশ নেয়। “ইন্টারন্যাশনাল ব্যাকালরিয়েট ওয়ার্ল্ড স্কুল হিসেবে আমরা শিক্ষার্থীদের মধ্যে বিশ্বনাগরিকের মনোভাব গড়ে তুলতে প্রতিজ্ঞাবদ্ধ রয়েছি। আমরা সবসময়ই শিক্ষার্থীদের নিজ দেশ ও দেশের বাইরের সাধারণ মানুষের কল্যাণে কাজ করার অনুপ্রেরণা দিয়ে থাকি। উইক উইদাউট ওয়ালস প্রোগ্রামের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের জন্য বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক জ্ঞান অর্জনের সুযোগ তৈরি করেছি, যা ক্লাসরুমের চারদেয়ালের মধ্যে সাধারণত পাওয়া যায় না,” বলেন আইএসডি সেকেন্ডারি স্কুল প্রিন্সিপ্যাল ক্রিস বয়েল। তিনি আরো বলেন, “থাইল্যান্ড, ভিয়েতনাম, ও ইন্দোনেশিয়ায় অর্জিত অভিজ্ঞতাগুলো শিক্ষার্থীদের আরো দায়িত্বশীল ও সমব্যাথী করে তুলবে এবং তাদের মধ্যে চিরস্থায়ী বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলবে।” |