/ সারাদেশ / উচ্চ আদালতের রায় মানছেন না জেলা রেজিস্ট্রার
উচ্চ আদালতের রায় মানছেন না জেলা রেজিস্ট্রার
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
|
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণ্দ্বীপ ইউনিয়নের নিকাহ্ রেজিস্ট্রার নিয়োগ নিয়ে আইনি জটিলতা দেখা দেয়ায় পার্শ্ববর্তী ইউনিয়নের নিকাহ্ রেজিস্ট্রারকে দায়িত্ব দেয়ার বিধান থাকলেও তা মানা হয়নি। শ্রীপুর-খরণ্দ্বীপ ইউনিয়নে বিধি বহির্ভূত দূরবর্তী এক নিকাহ রেজিস্ট্রারকে এ দায়িত্ব দিয়েছেন চট্টগ্রাম জেলা রেজিস্ট্রার। এনিয়ে শ্রীপুর-খরণ্দ্বীপ ইউনিয়নের পার্শ্ববর্তী ০৯ নং আমুচিয়া ইউনিয়নের নিকাহ্ রেজিস্ট্রার চট্টগ্রাম জেলা রেজিস্ট্রার বরাবর ২০২৩ সাল থেকে বারবার আবেদন করলেও কোন ব্যবস্থা না নেয়ায় উচ্চ আদালতের দ্বারস্থ হন। তিনি মোহাম্মদ শাহী এমরান গত ৩ সেপ্টেম্বর উচ্চ আদালতে আইন মন্ত্রণালয়ের সচিব, চট্টগ্রাম জেলা রেজিস্ট্রার ও শ্রীপুর -খরণ্দ্বীপ ইউনিয়নে বিধি বহির্ভূত অতিরিক্ত দায়িত্ব পালনকারী কধুরখীল ইউনিয়নের নিকাহ্ রেজিস্ট্রারকে বিবাদী করে রীট পিটিশন নং ১০৩৭৫-২০২৪ দায়ের করেন। এর আলোকে উচ্চ আদালতের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুব উল ইসলামের দ্বৈত বেঞ্চ শুনানি শেষে রিট পিটিশনকারীর করা প্রতিনিধিত্ব নিষ্পত্তি, বিধি বহির্ভূত অতিরিক্ত দায়িত্ব পালনে স্থগিতাদেশ সহ ৪ সপ্তাহের মধ্যে বিষয়টি নিষ্পত্তির নির্দেশনা প্রদান করেন। । বিষয়টি জেলা রেজিস্ট্রারকে আবেদন সহকারে ও ডাকযোগে বার বার জানানো হলেও এবং আদালতের আদেশের তিন মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও অদৃশ্য কারণে এ নির্দেশ উপেক্ষিত রয়ে যায়। এরই প্রেক্ষিতে গত ৩ ডিসেম্বর আমুচিয়া ইউনিয়নের নিকাহ্ রেজিস্ট্রারের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মো মামুন বিবাদীদের আইনী নোটিশ প্রদান করেছেন। এতে নোটিশ প্রাপ্তির ৭ (সাত) দিনের মধ্যে জবাব দেওয়ায় কথা বলা হয়েছিল বলে জানান, আইনজীবী মো. মামুন। তিনি বলেন, বিবাদীগন উচ্চ আদালতের নির্দেশ না মানায় এই আইনী নোটিশ প্রদান করা হয়েছে। তারা সন্তোষ জনক জবাব প্রদানে ব্যর্থ হলে তাহাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হবে। |