/ সারাদেশ / ধীরে-ধীরে অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: ইউএনও রানা
ধীরে-ধীরে অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: ইউএনও রানা
লক্ষ্মীপুর প্রতিনিধি :
|
লক্ষ্মীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা বলেছেন, ধীরে-ধীরে সকল অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে উপজেলা প্রশাসন। সোমবার (২৩ ডিসেম্বর) রাতে ইউএনও জামসেদ আলম রানা এ মন্তব্য করেন। এর-আগে, দিনব্যাপী উপজেলার বিভিন্ন পয়েন্টে সরেজমিনে উচ্ছেদ অভিযান পরিচালনা জরিমানা করা হয়। জানা গেছে, দীর্ঘদিন ধরে দক্ষিন হামছাদী ইউনিয়নের দক্ষিণ গংগাপুর গ্রামের মোহাম্মদিয়া জামে মসজিদ সংলগ্ন সরকারি খালের উপর অবৈধভাবে দোকান ঘর নির্মাণ করছে একটি প্রভাবশালী চক্র। দালাল বাজার টু পানপাড়া সড়কের পাশের খালের উপর অবৈধভাবে একটি কালভার্ট নির্মিত করা হচ্ছে। দুইটি পয়েন্টে সরেজমিন পরিদর্শন করে সত্যতা পেয়ে তাৎক্ষণিক উচ্ছেদ অভিযান পরিচালনা করে, অবৈধ দোকানপাটের কাজ ও নির্মিত কালভার্টের কাজ বন্ধ দেন ইউএনও। অন্যদিকে দালাল বাজার স্টার হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করার অপরাধে মোবাইল কোর্ট পরিচলনা করে ৭ হাজার টাকা জরিমানা করে ইউএনও জামসেদ আলম রানা। |