/ সারাদেশ / এসএমপি ডিবির অভিযানে আবাসিক হোটেলে অসামাজিক কাজের অপরাধে ৪ জন আটক
এসএমপি ডিবির অভিযানে আবাসিক হোটেলে অসামাজিক কাজের অপরাধে ৪ জন আটক
নতুন বার্তা, সিলেট:
|
গত ২৬ ডিসেম্বর অনুমান সাড়ে ৬টায় সিলেট মহানগর গোয়েন্দা বিভাগের টিম-০১ ও টিম-০২ জুয়া এবং মাদক বিরোধী অভিযান করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি কোতোয়ালী মডেল থানাধীন সুরমা মার্কেটস্থ নিউ সুরমা হোটেল এর ২য় ও ৩য় তলার বিভিন্ন কক্ষে অভিযান পরিচালনা করে আসামি নোয়াখালীর বেগমগঞ্জের বাহার মিয়া'র মেয়ে মুন্নি আক্তার (৩০), নড়াইলের মো. আলা উদ্দিন শেখের মেয়ে তৃষা (২৯), চট্টগ্রামের আব্দুল ওহাবের মেয়ে বিবি কুলসুমা (২৬), ও গাজীপুরের আনোয়ার হোসেনের মেয়ে মুন্নি আক্তার (২২)‘দের দেহ ব্যবসার কাজ জরিত থাকা অবস্থায় ঘটনাস্থল হতে গ্রেফতার করা হয়। আসামীদের বিরুদ্ধে এসএমপি কোতোয়ালী মডেল থানার নন এফআইআর নং-৫৩০ তাং-২৭/১২/২০২৪ খ্রিঃ, ধারা সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯ এর ৭৭ রুজু হয়। উক্ত আসামীদের পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
|