/ সারাদেশ / লক্ষ্মীপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান
লক্ষ্মীপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান
লক্ষ্মীপুর প্রতিনিধি:
|
লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের পুকুরদিয়া গ্রামে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালি উত্তোলন অভিযোগে দুটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। শুক্রবার ২৭ ডিসেম্বর লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার জামশেদ আলম রানা সদর উপজেলার পুকুরদিয়া গ্রামে অভিযান চালিয়ে বালি উত্তোলনের কাজে নিয়োজিত দুটি ডেজার মেশিন জব্দ করেন। এ সময় বালি উত্তোলন ও সরবরাহের কাজে ব্যবহৃত ৩শ’ মিটার পাইপ বিনষ্ট করা হয়। উপজেলা নির্বাহী অফিসার জামশেদ আলম রানা একই দিন নলডগী গ্রামের আনন্দ বাজার এলাকায় ফসলি জমির উপরিভাগের মাটি কেটে ইটভাটায় ব্যবহার করায় অভিযান পরিচালনা করেন। কিন্তু অভিযানের সংবাদ পেযে অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। সম্প্রতি লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে জামশেদ আলম রানা যোগদানের পর তিনি ভূগর্ভস্থ বালি উত্তোলন ও ফসলি জমির টপসয়েল কাটা বন্ধ এবং অবৈধ সরকারি জায়গা অবৈধ দখলমুক্ত করতে পদক্ষেপ গ্রহণ করতে করেছেন। এসব অনিয়ম সংক্রান্তে ভূক্তভোগীদের অভিযোগ আমলে নিয়ে তিনি দ্রুত কার্য়করী ব্যবস্থা নিচ্ছেন। লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার জামশেদ আলম রানা বলেন, সকল অনিয়ম এবং বেআইনী কর্মকান্ড বন্ধে এবং জনস্বার্থে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে। |