/ সারাদেশ / কালিবাজার বণিক সমিতির সভাপতি শিবু, সম্পাদক আরমান
কালিবাজার বণিক সমিতির সভাপতি শিবু, সম্পাদক আরমান
লক্ষ্মীপুর প্রতিনিধি:
|
লক্ষ্মীপুর সদর উপজেলা কালিবাজার বণিক সমিতির ৭ম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সভাপতি পদে মোঃ জাহাঙ্গীর আলম শিবু ও সাধারণ সম্পাদক পদে মোঃ আরমান খন্দকার নির্বাচিত হয়েছেন। শনিবার ২৮শে ডিসেম্বর সকাল ১০টায় ভোট শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়। পরে বিকেল ৪:৩০টায় ফলাফল ঘোষণা করেন, নির্বাচন কমিশনারবৃন্দ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে ছাতা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন সাবেক সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম শিবু ১১৩ টি ভোট পেয়ে টানা দ্বিতীয় বারের মতো নির্বাচিত হন, অপর সভাপতি প্রার্থী চেয়ার প্রতীক নিয়ে আব্দুল মালেক ভূঁইয়া প্রতিদ্বন্দ্বিতা করেন ভোট পেয়েছেন ৯৫টি। সাধারণ সম্পাদক পদে ফুটবল প্রতীক নিয়ে মোঃ আরমান খন্দকার মোট ভোট পেয়েছেন- ১৫৮ টি অপর সাধারণ সম্পাদক প্রার্থী বেলাল হোসেন ফরায়েজি আনারস প্রতীকে মোট ভোট পেয়েছেন- ৫০টি, এছাড়াও বাকি ৯ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন, সহ সভাপতি মাওলানা ইব্রাহিম সহ সেক্রেটারী খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ মফিজুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ হোসেন, কোষাধ্যক্ষ মোঃ আবুল কাশেম, দপ্তর সম্পাদক মোঃ কাশেম, সাধারণ সদস্য পদে, আব্দুল মান্নান, আব্দুল খালেক, মোঃ স্বপন, মোঃ খালেক, মোঃ আব্দুর রাজ্জাক। মোট ভোট ২১৫ টি ভোটের মধ্যে ২০৮ ভোট কাস্ট হয়, এই কমিটি আগামী ৩বছরের জন্য নির্বাচিত হন। |