![]() আগে সংস্কার পরে নির্বাচন: অধ্যাপক মজিবুর রহমান
কামরুজ্জামান, ফরিদগঞ্জ,(চাঁদপুর) প্রতিনিধি::
|
![]() গতকাল শনিবার ফরিদগঞ্জ উপজেলা সদরে জামায়েতে ইসলামী বাংলাদেশের ফরিদগঞ্জ উপজেলা শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মজিবুর রহমান বলেন, দেশে কোরআন ভিত্তিক আইন, সুশাসন এবং দুর্নিতীমুক্ত শাসনব্যবস্থা চালু করতে হবে। বিগত ৫ আগষ্টের পর সারাদেশেই কম বেশী অপরাধ, চাঁদাবাজী এবং বিভিন্ন ধরনের অন্যায় সংগঠিত হচ্ছে। একমাত্র জামাতে ইসলাম ও তার অঙ্গ সংগটনের নেতাকর্মীদের প্রতি কেউ কোন অভিযোগ আনতে পারে নাই। ফরিদগঞ্জ উপজেলা শাখার জামায়েতে ইসলামের আমির মোহাম্দ ইউনুছের সভাপতিত্বে তিনি আরো বলেন ২০১৪, ২০১৮ ও ২০২৪ এর নির্বাচন সম্পর্কে এদেশের মানুষের কোন কিছুই অজনা নয়। ভোট ও ভোটার বিহীন নির্বাচনে সরকার গঠন করে দেশের সম্পদ আর টাকা চুরি করে, নিরপরাধ সাধারন ও রাজনৈতিক নেতাদের গুম খুন করে আবারও বাকশার কায়েম করতে চেয়েছিল পলায়নকৃত স্বৈর সরকার। ৫ই আগষ্টে ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। এদেশের মানুষকে আরো ভয়াবহ কিছু হতে আল্লাহ রক্ষা করেছেন। কর্মী সম্মেলনে আরো বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা আমির আব্দুর কাদের, সাধারন সম্পাদক এ্যাডভোকেট শাহাজাহান,ঢাকা মহানগর জামায়েতের সাবেক মজলিশে শুরা সদস্য মোস্তাফিজুর রহমান, কাফরুল(ঢাকা) থানা আমির আনোয়রুল করিমসহ আরো অনেকেই বক্তব্য রাখেন। |