/ সারাদেশ / লক্ষ্মীপুরে বিরোধকৃত জমিতে জোরপূর্বক ঘর নির্মানের চেষ্টা
লক্ষ্মীপুরে বিরোধকৃত জমিতে জোরপূর্বক ঘর নির্মানের চেষ্টা
লক্ষ্মীপুর প্রতিনিধি:
|
লক্ষ্মীপুর সদর উপজেলার চর রুহিতা ইউনিয়নে বিরোধকৃত জমিতে জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ উঠেছে প্রতিপক্ষ আলতাফ হোসেনের বিরুদ্ধে। এ বিষয়ে ভুক্তভোগী দিদার হোসেন বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, বিরোধীয় জমিতে আলতাফ হোসেন বেড়া দিয়ে এর মধ্যে একটি ছোট ঘর নির্মাণ করে এবং বিল্ডিং করার জন্য রড় সিমেন্ট সহ বাড়ি নির্মাণের সামগ্রী মজুদ করে নির্মাণ কাজ শুরু করেছে। ভুক্তভোগী দিদার হোসেন বিষয়টি থানা অভিযোগ করেন এবং পুলিশ গিয়ে ঘটনাস্থলে কাজ বন্ধ রাখতে বলেন। পরবর্তীতে অভিযুক্ত আলতাফ হোসেন আবারও কাজ শুরু করলে দিদার হোসেন বাদী হয়ে লক্ষ্মীপুর আদালতে একটি মামলা দায়ের করেন। আদালত মামলা টি আমলে নিয়ে উক্ত জমিতে নিষেধাজ্ঞা জারি করেন। ভুক্তভোগী দিদার হোসেন সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, আমাদের মালিকিয় জমি দখল করে বাড়ি নির্মাণের চেষ্টা করছে আলতাফ হোসেন গং। তারা বিগত স্বৈরাচার সরকারের আমলে ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদের জমি দখল করে বেড়া দেয়। কয়েক দফা তারা এসব সন্ত্রাসী দিয়ে আমাদের উপর হামলা করেছে। কয়েকটি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। এখন আবার নতুন করে জমি দখল করে বিল্ডিং নির্মাণের কাজ শুরু করেছে। আমি আদালতে একটা মামলা দায়ের করেছি। আদালত কাগজ পত্র দেখে নিষেধাজ্ঞা জারি করেছেন। তারপরও তারা হুমকি দিচ্ছে জোর করে বাড়ি নির্মাণ করবে। এছাড়াও আদালতে এই জমি নিয়ে দেওয়ানি মামলা চলমান রয়েছে। আমরা চাই উক্ত দেওয়ানি মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যাতে এই জমি তারা দখল করতে না পারে। মামলায় বর্ণিত তফসিল অনুযায়ী লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার দহশালা চররুহিতা মৌজার সিএস ৫৪ খতিয়ান যাহা এসে ৪০ খতিয়ান ভুক্ত এবং সিএস ৫৫ খতিয়ান ভুক্ত ২৬০ দাগে ১ আনা ২.৫৬ একর অন্দরে ২০ শতাংশ যাহা হাল রিভিশান জরিপে আরএস ৫২২ নং খতিয়ানভুক্ত ৬৪১ দাগে ১.২০ একর অন্দরে ২০ শতাংশ জমির মালিক এবাদ উল্যাহ। এবিষয়ে অভিযুক্ত আলতাফ হোসেন বলেন, আমরা ক্রয় সূত্রে এই জমির মালিক। তারা আমাদের নামে কয়েক টি মামলা দিয়েছে। মামলা খারিজ হয়েছে। আমি এখন বাড়ি নির্মাণ করছি। এবিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কমল মালাকার বলেন, মোঃ দিদার হোসেন বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন। আদালত উক্ত জমিতে নিষেধাজ্ঞা জারি করেন। আদালতের নির্দেশ পাওয়ার পর নোটিশ দিয়ে কাজ বন্ধ করে দিয়েছি। |