/ স্বাস্থ্য / নতুন কর্মসূচি দিয়ে ১১ ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন চিকিৎসকরা
নতুন কর্মসূচি দিয়ে ১১ ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন চিকিৎসকরা
নতুন বার্তা, ঢাকা:
|
টানা ১১ ঘণ্টা অবরোধের পর নতুন কর্মসূচি ঘোষণা করে রাজধানীর শাহবাগ ছেড়েছেন পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা। রোববার (২৯ ডিসেম্বর) দিনগত রাত ১০টার দিকে সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা দিয়ে শাহবাগ ছাড়েন তারা। চিকিৎসকরা বলেন, সোমবার সকাল ১০টায় বিএসএমএমইউয়ের বটতলায় জমায়েত হবেন চিকিৎসকরা। সেখান থেকে বেলা ১১টায় তারা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে রওনা হবেন। প্রধান উপদেষ্টার কাছে আগামী জানুয়ারি থেকে ৩৫ হাজার টাকা এবং জুলাই থেকে ৫০ হাজার টাকা বাড়ানোর দাবি করবেন তারা। পাশাপাশি কর্মবিরতি অব্যাহত থাকবে। জানুয়ারি থেকে ৩০ হাজার এবং জুলাই থেকে ৩৫ হাজার টাকা মাসিক ভাতা দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা জানুয়ারি থেকেই ৩৫ হাজার টাকার দাবিতে শাহবাগে সড়কে অবস্থান নেন। সরকার দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করলে তবেই তারা আন্দোলন থেকে পিছু হটবেন কি না সেই সিদ্ধান্ত জানাবেন বলে রোববার সন্ধ্যায় জানান আন্দোলনকারীরা। এদিন সন্ধ্যায় শাহবাগ মোড়ে মোমবাতি জ্বালিয়ে সড়কে বসে থাকতে দেখা যায় আন্দোলনকারী চিকিৎসকদের। তারা ওই সড়কের বিভিন্ন অংশে জটলা করে যান চলাচল বন্ধ করে দেন। পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের ভাতা ২৫ হাজার টাকা বাড়িয়ে ৩০ হাজার টাকা করার প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে রোববার সকাল থেকে বিক্ষোভ করেন চিকিৎসকরা। বেলা সাড়ে ১১টার দিকে তারা শাহবাগের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। দুপুরের পর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুরের হেয়ার রোডের বাসায় আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক হয়। ওই বৈঠক শেষে আন্দোলনকারীদের সঙ্গে কথা হলে তারা জানান, জানুয়ারি থেকে ৩০ হাজার, জুলাই থেকে ৩৫ টাকা ভাতা দেবেন। আমাদের দাবি ছিল ৫০ হাজার টাকা, সে দাবি থেকে আমরা সরে এসেছি। এখন আমাদের দাবি হলো যদি আপনারা ৩৫ হাজার টাকা দেন তাহলে তা জানুয়ারি থেকেই দিতে হবে। দাবি পূরণ হলেই আমরা শাহবাগ ছেড়ে যাবো। দেশে প্রায় ১০ হাজার পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসক রয়েছেন। বিভিন্ন সরকারি হাসপাতাল ও ইনস্টিটিউটে উচ্চতর শিক্ষার পাশাপাশি তারা হাসপাতালে রোগীদের সেবা দেন। ২০২২ সাল থেকে ভাতা বাড়ানোর দাবিতে এই চিকিৎসকরা আন্দোলন চালিয়ে আসছেন। বিগত আওয়ামী লীগ সরকার গত জুলাই মাসে তাদের মাসিক ভাতা ৫ হাজার টাকা বাড়িয়ে ২৫ হাজার টাকা করে। তবে সেটি ‘যৌক্তিক নয়’ বলে শুরু থেকেই দাবি করে আসছিলেন আন্দোলনকারী চিকিৎসকরা। |