/ অর্থনীতি / বাণিজ্য / অরেঞ্জ ক্লাব পার্টনারদের নিয়ে বাংলালিংকের “২০২৪ উইন্টার ফেস্ট” আয়োজন
অরেঞ্জ ক্লাব পার্টনারদের নিয়ে বাংলালিংকের “২০২৪ উইন্টার ফেস্ট” আয়োজন
নতুন বার্তা, ঢাকা:
|
বাংলালিংকের লয়্যালটি অ্যান্ড পার্টনারশিপ টিমের আয়োজনে “অরেঞ্জ ক্লাব উইন্টার ফেস্ট” আয়োজিত হয়েছে। এ আয়োজনে অরেঞ্জ ক্লাবের বিশেষ সব অফার প্রদর্শনীর পাশাপাশি অরেঞ্জ ক্লাবের অংশীদাররা মিলিত হয়ে একসাথে এগিয়ে যাওয়ার আনন্দ উদযাপন করেন। উইন্টার ফেস্টে অরেঞ্জ ক্লাবের লয়্যালটি পার্টনাররা লাইফস্টাইল, ইলেকট্রনিক্স, ফ্যাশন, ট্রাভেল এবং ফুড বিভাগে তাদের বিভিন্ন পণ্য ও সেবা প্রদর্শন করেন। অংশগ্রহণকারী ব্র্যান্ডগুলোর মধ্যে ছিল স্বাস্থ্যকর ও বিশুদ্ধ খাবার উৎপাদনকারী প্রতিষ্ঠান নিওফারমার্স; তরুণ প্রজন্মের জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড গরুর ঘাস; এবং আধুনিক জীবনযাত্রার উপযোগী পোশাকের ব্র্যান্ড রাইজ। আয়োজনে দারুণ সব স্টাইলের জুতোর সংগ্রহ তুলে ধরে ফুটওয়্যার ব্র্যান্ড স্টেপ, অন্যদিকে ইউশপ বাই ইউনিলিভার তাদের শীর্ষস্থানীয় এফএমসিজি প্ল্যাটফর্ম প্রদর্শন করে। ইলেকট্রনিক্স শিল্পে নিজেদের উদ্ভাবনের চমক দেখায় ওয়ালটন, আর দূর্দান্ত সব প্রিমিয়াম ডিভাইসের সমাহার নিয়ে আসে অ্যাপল গ্যাজেটস। উৎসবে আরো যোগ দেয় শিশুদের ব্র্যান্ড গুফি ওয়ার্ল্ড; জনপ্রিয় কসমেটিক্স ব্র্যান্ড ফ্লোরমার বাংলাদেশ; উন্নতমানের কনফেকশনারি পণ্যের ব্র্যান্ড মীনা সুইটস; দেশের একমাত্র আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত অর্গ্যানিক চা উৎপাদনকারী ব্র্যান্ড কাজী এন্ড কাজী টি; এবং দেশের অন্যতম শীর্ষ অনলাইন ট্র্যাভেল প্ল্যাটফর্ম গোজায়ান। দুই দিনব্যাপী এই উৎসবে বিশেষ ছাড় ও অফারের পাশাপাশি ছিল ইন্টারেকটিভ গেমস এবং বিশেষ পার্টনার রিকগনিশন সেশন সহ নানা চমকপ্রদ আয়োজন। এছাড়াও অন্যতম আকর্ষণ হিসেবে ছিল বাংলালিংকের প্রধান নির্বাহী (সিইও) এরিক অসের বক্তব্য। তিনি অরেঞ্জ ক্লাব পার্টনারদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। বাংলালিংকের ডিরেক্টর অব কাস্টমার লাইফ সাইকেল ম্যানেজমেন্ট রফিক আহমেদ বলেন, “অরেঞ্জ ক্লাব লয়্যালটি প্রোগ্রামের সাফল্যের মূলে রয়েছেন আমাদের অরেঞ্জ ক্লাব পার্টনাররা। উইন্টার ফেস্ট আয়োজনের মাধ্যমে আমরা তাদের অবদানকে স্বীকৃতি দেওয়ার সুযোগ পেয়েছি এবং আমাদের সম্পর্ক আরও দৃঢ় করতে পেরেছি। আমরা একসাথে আরও বড় সাফল্যের পথে এগিয়ে যেতে চাই”। অরেঞ্জ ক্লাব পার্টনাররাও আয়োজনের অংশ হতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই মূল্যায়ন ও সম্মাননার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। ভবিষ্যতেও এধরণের অনুষ্ঠানে অংশ নিয়ে বাংলালিংকের সাথে নিজেদের অংশীদারিত্ব আরো শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন তারা। |