/ সারাদেশ / সরকার জনগনের আশা আকাংখা পূরন করতে ব্যর্থ :সাবেক এমপি খায়ের ভূঁইয়া
সরকার জনগনের আশা আকাংখা পূরন করতে ব্যর্থ :সাবেক এমপি খায়ের ভূঁইয়া
লক্ষ্মীপুর প্রতিনিধি:
|
সংস্কার করে দ্রুত নির্বাচন দিয়ে জনগণের আকাংখা পূরণ করার আহবান জানান বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। সোমবার (৩০ডিসেম্বর) বিকালে লক্ষ্মীপুর সদর উপজেলার চর রুহিতা ইউনিয়নে যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি অন্তর্বর্তী সরকারের কাছে এ আহবান জানান। খায়ের ভূঁইয়া বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে এ সরকার গঠন হয়েছে৷ কিন্তু এ সরকার জনগনের আশা আকাংখা পূরন করতে ব্যর্থ। অচিরেই হয়তো মানুষের মৌলিক অধিকার নির্বাচনের দাবিতে আমাদের আন্দোলনে নামতে হবে। তাই সবাই প্রস্তুত থাকুন। তিনি আরো বলেন, বিএনপিকে ধ্বংস করার জন্য অনেক ষড়যন্ত্র করা হয়েছে। কিন্তু যতো ষড়যন্ত্র হয়েছে বিএনপি ততো শক্তিশালী হয়েছে। আমাদের কোন নেতা পালিয়ে যায় নি। জেল-জুলুম সহ্য করে রাজপথে থেকেছে। ৪নং চর রুহিতা ইউনিয়ন যুব দলের উদ্যোগে সাম্য ও মানবিক সমাজ বিনির্মানে এ যুব সমাবেশ রসুলগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়ন যুবদলের সভাপতি ফিরোজ আলম চৌধুরী সোহাগের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সফি মাহমুদ নিজু'র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর সদর উপজেলা পশ্চিম বিএনপির আহ্বায়ক আব্দুল করিম ভূঁইয়া মিজান, সদস্য সচিব মোঃ কামরুজ্জামান সোহেল, জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, সদস্য সচিব আব্দুল আলীম হুমায়ুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আলম বুলবুল, সদর উপজেলা পশ্চিম বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাব্বি এলাহি জহির, যুগ্ম আহ্বায়ক সাইদুল রহমান চৌধুরী ভুট্টু, ফখরুল ইসলাম স্বপন। বক্তব্য রাখেন, সদর উপজেলা পশ্চিম বিএনপির যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন চৌধুরী, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন ভুলু, জেলা কৃষকদলের সিনিয়র সহ সভাপতি বদরুল ইসলাম শ্যামল, স্বেচ্ছাসেবক দল নেতা জাকির হোসেন ভূঁইয়া, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন পাটওয়ারী বিটু, সদস্য এম মমিন, জেলা ছাত্রদল নেতা আমির আহমেদ রাজু, সদর উপজেলা পশ্চিম ছাত্রদলের আহ্বায়ক আব্দুল মজিদ প্রমুখ। |