/ অর্থনীতি / বাণিজ্য / বিপিএল উপলক্ষ্যে দুই স্পেশাল ডাটা প্যাকেজ চালু করেছে টেলিটক
বিপিএল উপলক্ষ্যে দুই স্পেশাল ডাটা প্যাকেজ চালু করেছে টেলিটক
নতুন বার্তা, ঢাকা:
|
বিপিএল ২০২৫ উপলক্ষ্যে ‘তারুণ্য’ ও ‘অদম্য’ নামে দুটি স্পেশাল ডাটা প্যাকেজ চালু করেছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান টেলিটক বাংলাদেশ লিমিটেড। সোমবার (৩০ ডিসেম্বর) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ডাক, টেলিযোগাযোগ বিভাগের সম্মানিত সচিব ড. মো. মুশফিকুর রহমান, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী এবং সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের মহাব্যবস্থাপক সালেহ মো. ফজলে রাব্বী। অন্যদিকে প্যাকেজ দুটি নিয়ে সংশ্লিষ্টরা বলেছেন, ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব- ২০২৫ শুরু হতে যাচ্ছে। এই উৎসবের অন্যতম লক্ষ্য নতুন বাংলাদেশ গড়া। যার সাথে সামঞ্জস্য রেখে বিপিএল- ২০২৫ কে সাজানো হয়েছে তরুণদের জাতীয় লক্ষ্য অর্জনের সোপান হিসেবে। নতুন আঙ্গিকের এই বিপিএলের লক্ষ্য দেশের যুব সমাজকে ঐক্যবদ্ধ করা, ক্রিকেটের শক্তিকে কাজে লাগিয়ে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করা। আর এই উৎসবকে কেন্দ্র করেই টেলিটক বাংলাদেশ লিমিটেডের ‘তারুণ্য’ ও ‘অদম্য’ নামে ২ স্পেশাল ডাটা প্যাকেজ উদ্বোধন করা হয়েছে। তারুণ্য প্যাকেজে গ্রাহকরা ৯৭ টাকায় ৭ জিবি ডাটা, ৩০ দিন এবং অদম্য প্যাকেজে ২৮৩ টাকায় ৩০ জিবি ডাটা, মেয়াদ ৫০ দিন মেয়াদে ব্যবহার করতে পারবেন। ইউএসএসডি কোড যথাক্রমে *১১১*২০২৫# ও *১১১*২৮৩# ডায়াল করে এই প্যাকেজগুলো অ্যাক্টিভ করা যাবে। এছাড়া প্যাকেজ দুটি টেলিটকের গ্রাহক সেবা কেন্দ্র, রিটেইল চ্যানেল, মাই টেলিটক অ্যাপ ও টেলিটকের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও অ্যাক্টিভ করা যাবে বলেও জানিয়েছে টেলিটক। |