/ রাজনীতি / নতুন বছরে গণতন্ত্রের অভিযাত্রা শুভ হোক : বাংলাদেশ ন্যাপ
নতুন বছরে গণতন্ত্রের অভিযাত্রা শুভ হোক : বাংলাদেশ ন্যাপ
নতুন বার্তা, ঢাকা:
|
‘দেশবাসী এবং বিশ্ববাসী সবাইকে ইংরেজ ২০২৫ নববর্ষের শুভেচ্ছা’ জানিয়ে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ'র শীর্ষ নেতৃদ্বয় আশা প্রকাশ করেন যে, ‘অতিতের সকল ব্যর্থতা, গøানি মুছে ফেলে বিজয়ী জুলাই-আগস্টের বিপ্লবের চেতনায় নতুন বছরে গণতন্ত্রের অভিযাত্রা শুভ হোক। ’ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘১ জানুয়ারী প্রতিবছর নতুন বার্তা নিয়ে আমাদের দ্বারে উপস্থিত হয়। পুরনো বছরের ব্যর্থতা, গøানি, হতাশাকে ঝেড়ে ফেলে নবউদ্যমে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায় নববর্ষ।’ তারা বলেন, ‘নতুন বছরে আমাদের উচিত হবে সকল প্রকার বিভেদ ভুলে সম্মিলিতভাবে শান্তি, উন্নয়ন, গণতন্ত্র, ন্যায়-ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা ও সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়া। দেশ গড়ার এই সংগ্রামে জনগণের বিজয় অনিবার্য। সংষ্কারের মাধ্যমে জনগনের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে মাধ্যমে সমাজ থেকে হিংসা, হানাহানি ও সংঘাতের চির অবসান ঘটবে বলে সমগ্র জাতির প্রত্যাশা। গড়ে উঠবে একটি সহিষ্ণু ও উন্নত গণতান্ত্রিক ব্যবস্থা, গঠিত হবে দুর্নীতিমুক্ত শান্তিময় সমাজ। যার নেতৃত্ব দিবে দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ তরুন সমাজ।’ নেতৃদ্বয় আরো বলেন, ‘বৈষম্যহীন নতুন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকারের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নিতে হবে সকলকে। ২০২৪ সালটি এখন আমাদের মনে স্মৃতি হয়ে থাকবে। গেছে বছরের বেশকিছু তিক্ত অভিজ্ঞতা যেমন বেদনার্ত করবে আবার অন্যদিকে জুলাই-আগষ্টের বিপ্লবের চেতনায় নুতন উদ্যোমে এগিয়ে যেতে তাগিদ সৃষ্টি করবে। বাংলাদেশসহ বিশ্বময় সংঘাত আর অশান্তির ঘটনা প্রবাহে নতুন বছরটিকে গণতন্ত্র, শান্তি ও অগ্রগতির বছরে পরিণত করতে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।’ তারা বলেন, ‘নতুন বছরটি সবার জীবনে বয়ে আনুক বিজয়, অনাবিল সুখ ও শান্তি, বাংলাদেশসহ সারা বিশ্বে প্রবাহিত হোক শান্তির অমিয় ধারা, দূর হয়ে যাক সব অন্যায়-উৎপীড়ণ, নির্যাতন। বন্ধ হউক হত্যা, গুম, খুন, যুদ্ধ বিগ্রহ ও অমানবিকতাসহ সকল ধরণের দমনমুলক নৃশংসতা। নববর্ষের শুরুতে আমরা এ কামনা করছি। নতুন বছর সেই অন্ধকার দূর করবে মুক্তির আলোক বর্তিকায়, মানুষ সেই প্রত্যাশায় আছে।’ নেতৃদ্বয় ‘দেশবাসী, প্রবাসী বাংলাদেশি এবং বিশ্ববাসী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।’ |