/ বিনোদন / রিলিজ হলো শান্তনার নতুন গান 'প্রিয়'
রিলিজ হলো শান্তনার নতুন গান 'প্রিয়'
আব্দুন নুর নাহিদ:
|
নতুন বছরের প্রথম দিনে রোমান্টিক ঘরনার গান 'প্রিয়' উপহার দিয়েছেন তরুণ প্রজন্মের কণ্ঠশিল্পী জয়পুরহাটের শান্তনা আক্তার। মিষ্টি এ গানটিতে মাসুম আহমেদ এর কথায় মিউজিক দিয়েছেন দীন ইসলাম শাহরুখ। এ গানের ভিডিও বানিয়েছেন বিশাল আহমেদ। গানটি গায়িকার নিজের ইউটিউব চ্যানেলে ভিডিও আকারে রিলিজ করা হয়েছে। কণ্ঠশিল্পী শান্তনা আক্তার বলেন রোমান্টিক ধাঁচের এই গানটি নতুন বছর প্রকাশের দিনক্ষণ বেছে নিয়েছি। 'প্রিয়' গানটি উপভোগ করা যাবে শান্তনা আক্তার ইউটিউব চ্যানেলে। আশা করছি সবার ভালো লাগবে গানটি এবং দর্শকদের মনে জায়গা করে নিবে। এবছরে আমার আরো কিছু গান আসবে ভিডিও আকারে- আদর, নৌকায় বসে করবো পিরিত, পাক কালাম, তুমি মানুষ ভালো না, মায়া মায়া লাগে, পাখি, ভুইলা গেলা প্রানের বন্ধু। |