/ সারাদেশ / বিএনপিকে নিয়ে দেশী-বিদেশী ষড়যন্ত্র চলছে
বিএনপিকে নিয়ে দেশী-বিদেশী ষড়যন্ত্র চলছে
খালেদ হোসেন টাপু রামু:
|
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও সাবেক সাংসদ লুৎফর রহমান কাজল বলেছেন- বিএনপি গনমানুষের দল, গনতান্ত্রিক দল। দলের প্রতিষ্টাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এক নায়ক এক তন্ত্রের অবসান ঘটিয়ে বহুদলীয় গনতন্ত্রের প্রবর্তন করে সকল রাজনৈতিক দলকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। বহুদলীয় গণতন্ত্রের সূচনা করেন। তিনি বলেন, অন্যান্য দলের মতো বিএনপির কোন বিদেশী প্রভূ নেই। তাই বিএনপি যখন গণমানুষের ভোটে ক্ষমতার আসার সম্ভাবনা দেখা দেয়, তখন দেশী-বিদেশী ষড়যন্ত্র শুরু হয়। তিনি বলেন, দীর্ঘ ১৫ বছর বিএনপি ছিলো রাষ্ট্রক্ষমতার বাইরে। অপরদিকে আওয়ামী লীগ দিনের ভোট রাতে করে ফ্যাসিবাদি সরকার ব্যাপক লুটপাট, চাঁদাবাজি, মানুষকে হয়রানিসহ এমন কোন অপকর্ম নেই, যা করেনি। এদেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। তিনি আরও বলেন- বিএনপির দীর্ঘ ত্যাগের পটভূমিতেই ছাত্রজনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদি হাসিনা সরকারের পতন হলে বেগম খালেদা জিয়া দীর্ঘ কারাভোগের পর মুক্তি লাভ করে। এরপরও খালেদা জিয়া মুক্ত হয়ে কারো প্রতি প্রতিশোধ পরায়ন না হওয়ার ঘোষনা দিয়ে নেলসন ম্যান্ডেলার মতো আদর্শিক নেতৃত্বের পরিচয় দেন। কাজল আরও বলেন- বিগত ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনে নানা ষড়যন্ত্রের মাঝেও রশিদনগর ইউনিয়নের মানুষ ধানের শীষকে সর্বোচ্চ ভোট দেন। এ জন্য তিনি রশিদনগরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সকলকে ঐক্যবদ্ধভাবে দেশ বিরোধী চক্রান্ত রুখে দেয়ার আহবান জানান। নেতাকর্মীদের উদ্দেশ্যে লুৎফুর রহমান কাজল বলেন- জীবন আর মৃত্যু খুবই কাছাকাছি। তাই নেতাকর্মীদের যথাসম্ভব মানবতার কল্যাণে এগিয়ে আসতে হবে। তিনি এ এলাকার জনপ্রিয় সাংসদ মরহুম এডভোকেট খালেকুজ্জামান, সাবেক চেয়ারম্যান মরহুম আনোয়ারুল আজিম, মরহুম মনজুর মেম্বারকে স্মরণ করে বলেন- তাঁদের ভালো কাজগুলো এলাকার মানুষের স্মৃতিময় হয়ে আছে। বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকে মানুষের অধিকার আদায়ের লক্ষে রাজনীতি করে গেছেন। সাম্য ও মানবিক দেশ বিনির্মানে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়নে বিএনপি কাজ করে যাচ্ছেন। আজকের এই সভা থেকে অন্তবর্তীকালীন সরকারকে অনুরোধ জানাবো দ্রুত নির্বাচন দিয়ে আপনারা আপনাদের সংস্কার কাজ বেগমান করুন, নির্বাচন ব্যতিত সংস্কার কখনো ভালো ফল বয়ে আনবেনা। অবৈধ স্বৈরাচার হাসিনা সরকার এদেশ থেকে পালানোর পর বেগম খালেদা জিয়াকেও রাজনীতি থেকে দুরে রাখার জন্য একটি মহর এদেশে মাইনাস টু ফর্মুলা বাস্তবায়ন করতে চাই, যা এদেশের জনগন কখনও হতে দিবে না। বৃহস্পতিবার, ২ জানুয়ারি বিকালে মামুন মিয়ার বাজারে রশিদনগর ইউনিয়ন বিএনপি'র সভাপতি মুসলেহ উদ্দিনের সভাপতিত্বে সাধারন সম্পাদক নাসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইউনিয়ন বিএনপি'র সম্মেলন ও কাউন্সিলের শুভ উদ্ভোধন করেন রামু উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার আহমদ ও প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবুল বশর বাবু। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- রামু উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাইফুল আলম, সাবেক সাধারন সম্পাদক মেরাজ আহমদ মাহিন চৌধুরী, জেলা যুবদলের সহ সভাপতি জাবেদ ইকবাল, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মির্জা নুরুল আবছার, বিএনপি নেতা আবদুল করিম চেয়ারম্যান, আলহাজ্ব ফরিদুল আলম, শেখ আবদুল্লাহ, কাজী এম, আবদুল্লাহ আল মামুন, রাশেদ সিকদার, কামাল উদ্দিন চেয়ারম্যান, আজিজুল হক আজু, আহমেদ নবী, দিদারুল আজম চৌধুরী, মোঃ আনোয়ার হোসেন, রামু উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক শাহনুর উদ্দিন বাবু, বিএনপি নেতা আবদুর রহিম, জয়নাল আবেদীন বাবু, উপজেলা যুবদলের আহবায়ক জহির আলম, সদস্য সচিব তৌহিদুল ইসলাম, উপজেলা কৃষকদলের সদস্য সচিব আনোয়ারুল হক সিকদার,জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আনছারুল হক, উপজেলা মহিলা দলের আহবায়ক রাবেয়া বসরী, সদস্য সচিব নাজমা আকতার, উপজেলা ছাত্রদলের আহবায়ক ছানা উল্লাহ সেলিম, যুগ্ন আহবায়ক নুরুল আমিন, উপজেলা স্বেচ্ছাসেকদলের আহবায়ক শাহজাহান লুতু, সদস্য সচিব এরশাদ উল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন। কাউন্সিলে মুসলিম উদ্দীন সভাপতি ও নাসির উদ্দিন কে সাধারন সম্পাদক করে রশিদনগর ইউনিয়ন কমিটি ঘোষনা করা হয়। |