/ সারাদেশ / বুদ্ধিবৃত্তিক ময়দানেও নেতা-কর্মীদের যোগ্যতার স্বাক্ষর রাখতে হবে
জেলা ইসলামী ছাত্রসমাজের সাধারণ সভায় হাফেজ আবুল মঞ্জুর
বুদ্ধিবৃত্তিক ময়দানেও নেতা-কর্মীদের যোগ্যতার স্বাক্ষর রাখতে হবে
খালেদ হোসেন টাপু রামু:
|
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ছাত্রবিষয়ক সচিব, ইসলামী ছাত্রসমাজের সাবেক কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর বলেছেন, যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় ছাত্র-তরুণদের হেরার জ্যোতিতে উদ্ভাসিত, ঈমানী চেতনাসমৃদ্ধ ও নবভী জ্ঞান-প্রজ্ঞায় দীপ্তিমান করে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ কাজ করছে। ২০২৪ এর ছাত্র-জনতার অভ্যুত্থানোত্তর বাংলাদেশে স্বাধীনতার নতুন আবহেও ইসলামী রাষ্ট্রচিন্তার বিকাশধারাকে তরান্বিত করতে ঈমানী চেতনার জাগরণে ঐতিহ্যবাহী এ সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সচেষ্ট রয়েছে। এরই আলোকে ইলমে নবভী চর্চা ও চারিত্রিক দৃঢ়তার অর্জনের পাশাপাশি বুদ্ধিবৃত্তিক ময়দানেও সংগঠনের নেতা-কর্মীদের অধিকতর যোগ্যতার নজির স্থাপন করতে হবে। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ কক্সবাজার জেলা শাখার সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। বৃহস্পতিবার (২ জানুয়ারী), বিকেলে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা নেজামে ইসলাম পার্টির ছাত্রবিষয়ক সম্পাদক ও ইসলামী যুবসমাজের সদস্য সচিব মাওলানা হাফেজ শওকত আলী, জেলা ইসলামী ছাত্রসমাজের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ দিদারুল আলম। সংগঠনের জেলা সাধারণ সম্পাদক হাফেজ জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক হাফেজ নুরুল আলম, অর্থ সম্পাদক আব্দুল্লাহ মাহমুদ, পাঠাগার ও সাহিত্য সম্পাদক মোরশেদ হোসাইন জমিল, প্রশিক্ষণ সম্পাদক হাফেজ আশরাফ হোসাইন, যুবনেতা মাওলানা নুরুল আবছার, ছাত্রনেতা হাফেজ দেলোয়ার হোসাইন, মুহাম্মত রিয়াজ উদ্দিন, মোহাম্মদ আব্দুল্লাহ, ইয়াছিন আরফাত, মুহাম্মদ আলম নূর, ইমরান ফয়েজী প্রমুখ। এসভায় জেলাব্যাপী সংগঠনের কর্মতৎপরতাকে বেগবান করার লক্ষ্যে গঠনমূলক কর্মসূচি গৃহীত হয়। |