আজ সোমবার, ২৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ, ০৬ জানুয়ারী ২০২৫ খ্রিস্টাব্দ
 / রাজনীতি / রাজনীতিতে নয়া শক্তির আওয়াজ, নানা গুঞ্জন
রাজনীতিতে নয়া শক্তির আওয়াজ, নানা গুঞ্জন
নতুন বার্তা, ঢাকা:
Published : Saturday, 4 January, 2025 at 12:41 AM
রাজনীতিতে নয়া শক্তির আওয়াজ, নানা গুঞ্জনহঠাৎই যেন গোলপোস্ট বদলে গেছে। চিরচেনা বন্ধুরা জড়াচ্ছেন বিরোধে। শত্রুদের কাছে টানার আভাস পাওয়া যাচ্ছে। ক্ষমতার লড়াই অবশ্য চিরকাল এমনই। কঠিন এবং নিষ্ঠুর। এ ভূমের রাজনীতি ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত পার করছে। শেখ হাসিনার পলায়নের  পর দৃশ্যপটে নানা পরিবর্তন আসছে। বিলিয়ন ডলারের প্রশ্ন মূলত দু’টি-এক. আগামী নির্বাচন কবে হবে? দুই. নির্বাচনে কারা জয় পাবেন।   
এই প্রশ্নের প্রেক্ষাপট সামনে রেখেই আওয়াজ পাওয়া যাচ্ছে নতুন রাজনৈতিক দলের। বলে রাখা ভালো, এদেশে রাজনৈতিক দল নিয়ে  ল্যাবরেটরিতে পরীক্ষা-নিরীক্ষা কম হয়নি। গবেষকদের শ্রম ও মেধারও হয়তো ঘাটতি ছিল না। সামরিক-বেসামরিক, তন্ত্র-তত্ত্ব। বৈচিত্র্য ছিল নানা রকম। কিন্তু সফলতার হার একেবারেই নগণ্য। দল আসে, দল যায়। এটাই যেন এখানে নিয়ম।
তবে এবারের দৃশ্যপট কিছুটা হলেও ভিন্ন। ভূমিষ্ঠ হওয়ার আগেই নতুন রাজনৈতিক দলকে নিয়ে নানা কথা হচ্ছে। বিএনপি নেতাদের সাম্প্রতিক বক্তব্যে সুনির্দিষ্টভাবে কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। নেতাদের কেউ কেউ তীব্র ভাষায় জামায়াত-শিবিরের সমালোচনা করছেন। নতুন রাজনৈতিক উদ্যোগের নেতাদের নিয়েও নানা বক্তব্য দিচ্ছেন। ‘জুলাই বিপ্লবের ঘোষণা’ নিয়েও একদফা নাটক হয়ে গেছে। মুখোশে যাই থাকুক এটাও আসলে রাজনীতিরই লড়াই। যেকারণে বিএনপি এতটা রিঅ্যাক্ট করেছে। বিএনপি’র প্রভাবশালী নেতা রুহুল কবির রিজভী কারও নাম উল্লেখ না করে বলেছেন, ‘রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি দল গঠনের প্রচেষ্টা চালাচ্ছে।’ সোশ্যাল মিডিয়ায় বিএনপি নেতাকর্মীরা নতুন এই রাজনৈতিক উদ্যোগকে ‘কিংস পার্টি’ হিসেবে অভিহিত করছেন। নাগরিক কমিটির সমর্থকরাও অবশ্য এর জবাব দিচ্ছেন। সংগঠনটির এক শীর্ষ নেতা বলেছেন, বাংলাদেশের প্রথম কিংস পার্টি হচ্ছে বিএনপি।
বিএনপি সংশ্লিষ্ট কোনো কোনো সূত্র মনে করে, নতুন এই রাজনৈতিক উদ্যোগের নেপথ্যে জামায়াতের সমর্থন রয়েছে। এটা বিএনপি’র মধ্যে একধরনের উদ্বেগ তৈরি করেছে। নির্বাচন কবে হবে এ নিয়েও দলটির শীর্ষ নেতৃত্বের মধ্যে নানা জিজ্ঞাসা রয়েছে। প্রধান উপদেষ্টা এ নিয়ে একধরনের ডেটলাইন দিলেও তা বিএনপিকে সন্তুষ্ট করতে পারেনি। উদ্ভূত পরিস্থিতিতে বিএনপি কি সরকারের বিরুদ্ধে হার্ডলাইনে যাবে? বিএনপি’র একজন নেতা বলেন, এখনো তেমন পরিস্থিতি তৈরি হয়নি। এ প্রশ্ন বিএনপি’র জন্য বেশ কঠিন। কিছু কিছু সূত্র দাবি করছে, আওয়ামী লীগ দৃশ্যপটে ফেরার চেষ্টা করবে। বিএনপি নেতাদের সঙ্গেও যদি তারা যোগাযোগ করার চেষ্টা করে তা বিস্ময়কর হবে না। 
এই অবস্থায় জুলাই-আগস্ট অভ্যুত্থানের নেতাদের নেতৃত্বে দল গঠনের জোরদার চেষ্টা চলছে। আগামী দুই মাসের মধ্যেই নতুন দল দেখা যেতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে। এরইমধ্যে জাতীয় নাগরিক কমিটির ব্যানারে সারা দেশে কমিটি দেয়া হচ্ছে। ৩৬ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ছাত্র সমন্বয়করাও বিভিন্ন পর্যায়ে কমিটি দিচ্ছেন। তবে শীর্ষ সমন্বয়কদের কারও কারও মধ্যে মতবিরোধের খবরও পাওয়া যাচ্ছে। 
ট্র্যাক রেকর্ডে যেখানে নতুন রাজনৈতিক দলের সফলতার হার নেই বললেই চলে; তবুও কেন নতুন দল? এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত একজন সরলভাবে পুরো বিষয়টি ব্যাখ্যা করেছেন। তার মতে, ছাত্ররা জনগণের প্রতি আহ্বান জানিয়েছিল। ছাত্র-জনতা রক্ত দিয়ে সরকারের পতন ঘটিয়েছেন। তারা বিশ্বাস করেন রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তনেও তাদের আহ্বানে জনগণ সাড়া দিবে। জুলাই-আগস্ট অভ্যুত্থানে ভারত বিরোধিতা ছিল প্রবল। এ আন্দোলনের নেতারাও প্রায়শ’ই ভারতের নানা ভূমিকার বিরোধিতা করেন। এটাও স্পষ্ট শেখ হাসিনা সরকারের পতন সহজভাবে নেয়নি নয়াদিল্লি। এই ছাত্রনেতাদেরও যে প্রতিবেশীরা উষ্ণভাবে গ্রহণ করছে না তারও ইঙ্গিত মিলছে। নতুন দল গঠনের পেছনে এ বিষয়টিও বিবেচনায় রয়েছে। আরেকটি প্রধান কারণ হচ্ছে ভবিষ্যতে আওয়ামী লীগের ভূমিকা। অতিসম্প্রতি আওয়ামী লীগের বিবৃতিতেও ছাত্রনেতাদের সন্ত্রাসী বলা হচ্ছে। ভবিষ্যতে সমন্বয়কদের প্রতি তাদের মনোভাব কী হবে তা সহজেই বুঝা যায়। 
নেতারা আশাবাদী: নাগরিক কমিটির সদস্য সচিব আকতার হোসেন বলেন, বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক দলগুলোর একটি নির্দিষ্ট জনসমর্থন থাকলেও এ দেশের বিপুল সংখ্যক মানুষের নতুন রাজনৈতিক দল নিয়ে প্রত্যাশা রয়েছে। বিশেষ করে জুলাই-আগস্টের ছাত্র-জনতার নেতৃত্বের প্রতি তাদের অনেক ভরসা রয়েছে। তারা মনে করে এদের মাধ্যমে দেশের জন্য ভালো কিছু করা সম্ভব। তাই পুরাতন বন্দোবস্তের বাইরে নতুন একটি রাজনৈতিক বাস্তবতা রয়েছে। যেটি বিভিন্ন জরিপ এবং বিভিন্ন এলাকার সভা-সমাবেশের মাধ্যমে ইতিমধ্যে ফুটে উঠেছে। মানুষ  তরুণদের ওপর আস্থা ও ভরসা রাখছে। তারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চায়। সেই দিক বিবেচনা করেই আমাদের নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগ। নির্বাচনে অংশ নেয়ার কৌশল প্রসঙ্গে আকতার হোসেন বলেন, পরিস্থিতি বিবেচনায় জোট হতে পারে আবার নাও হতে পারে। সেক্ষেত্রে আমরা তখনকার পরিস্থিতি ও দলগুলোর আদর্শিক দিক বিবেচনা করেই জোট করবো। তবে এ মুহূর্তে আমরা জোট নিয়ে ভাবছি না। সময় হলে সেটি দেখা যাবে। এখন আমরা দল গঠনের প্রক্রিয়ায় রয়েছি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বলেন, জাতীয় নাগরিক কমিটি ১৮ বছরের ঊর্ধ্বে তরুণদের নিয়ে একটি রাজনৈতিক দল করার উদ্যোগ নিয়েছে। সেটি তারা নিতেই পারে। যে কারও রাজনৈতিক দল গঠন করার বা রাজনীতি করার অধিকার রয়েছে। কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গণ-অভ্যুত্থানের একটি প্ল্যাটফরম। আমরা এটিকে কোনো রাজনৈতিক দলে রূপ দিতে চাই না। কেউ যদি কোনো রাজনৈতিক দলে যুক্ত হতে চান তাহলে তাকে আমাদের প্ল্যাটফরম থেকে অব্যাহতি নিতে হবে। কারণ এটি অভ্যুত্থানের সম্পদ হিসেবে সবার কাছে পরিচিত। 
তিনি বলেন, যারা রাজনৈতিক দল করতে চাচ্ছেন জুলাই অভ্যুত্থানে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তারা মনে করছেন রাজনীতিতে তরুণদের অংশীদারিত্ব থাকা দরকার। তাই তারা দল গঠনের প্রক্রিয়ায় রয়েছেন। গত ১৫ বছর এদেশের মানুষ নিয়মতান্ত্রিকভাবে রাজনীতি করতে পারেনি। এটাকে আমি বলবো সময়ের ব্যর্থতা বা সিস্টেমের ব্যর্থতা।      
অধ্যাপক নুরুল আমিন বেপারির মত: ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. নুরুল আমিন বেপারি নতুন রাজনৈতিক দলের ব্যাপারে নিজের মতামত তুলে ধরেন মানবজমিনের কাছে। তিনি বলেন, রাজনৈতিক দল করার অধিকার সবার আছে। তার কিছু প্রেক্ষাপটও আছে। প্রশ্ন হচ্ছে- যারা করতে চাচ্ছেন তারা কতোটুকু সফল হবেন। 
ছাত্র আন্দোলনের নেতারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টার্গেট করেছে। তারা আওয়ামী লীগের গুম- খুনের বিরুদ্ধে যে সেন্টিমেন্ট সেটির দখল নিজেদের পক্ষে নিয়ে নিয়েছে। এ ছাড়া ভারতবিরোধী পক্ষকেও তারা তাদের পক্ষে টানতে পেরেছে। এখন কথা হচ্ছে ছাত্ররা কি কিংস পার্টি হবে না ধীরে ধীরে নিজেদের গুছিয়ে  নেবে। কিংস পার্টি না হয়ে তারা যদি আসলেই দল হিসেবে গড়ে উঠতে চায় তাহলে তাদের সেভাবে কাজ করা উচিত। এটা ঠিক যে অন্তর্বর্তী সরকার তাদের বিভিন্নভাবে সহায়তা  দেবে। কারণ এরা ক্ষমতায় আসলে তাদের লাভ। বৈষম্যবিরোধীরা আওয়ামী লীগ ও ভারতবিরোধী কর্মসূচি নিয়ে এসেছে। সেখানে বিএনপি পরোক্ষভাবে তাদের সমালোচনা করছে। 
বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইলে ভুল করবে: নির্বাচন যত দেরি হবে তত ছাত্ররা ভালো করবে। নির্বাচন হলে হয়তো ক্ষমতায় যাবে না তবে ভালো করতে পারে যদি তারা জামায়াতসহ অন্যান্য দলকে জোটে নিয়ে নিতে পারে। এমন হলে পাশার দান উল্টেও যেতে পারে। এতে যে জামায়াতের প্রত্যক্ষ সমর্থন রয়েছে বুঝাই যায়। আন্দোলনের সমন্বয়কদের অধিকাংশ শিবিরের। শিবিরের প্রোগ্রামে গিয়ে ছাত্র আন্দোলনের নেতারা অভ্যুত্থানের  ক্রেডিট তাদের দিয়ে দিচ্ছে। অথচ এ আন্দোলনে তারেক রহমান ও তার দলের নেতাকর্মীদের অনেক ত্যাগ রয়েছে। জামায়াত তাদের ছাত্রসংগঠন দিয়ে বৈষম্যবিরোধীদের নিয়ন্ত্রণ করছে। এখন ডাকসু নির্বাচনের বিষয় সামনে আসছে। এটা যদি হয় তাহলেও শিবির ও  বৈষম্যবিরোধীরা ভালো করবে। আর ডাকসুতে যারা ভালো করবে তাদের জাতীয় রাজনীতি ভালো হবে- এটাই স্বাভাবিক।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে কী হচ্ছে?
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে কী হচ্ছে?
জুলাই বিপ্লবের ‘ঘোষণাপত্র’ নিয়ে তৈরি হয়েছে টানাপোড়েন। সরকারবিরোধী আন্দোলনে একাট্টা হলেও এক্ষেত্রে বেঁকে বসেছে বিএনপি। যার কারণে বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ ...
বছর শেষে মূল্যস্ফীতির সব খাতেই স্বস্তি: বিবিএস
বছর শেষে মূল্যস্ফীতির সব খাতেই স্বস্তি: বিবিএস
বিদায়ী বছরের ডিসেম্বর মাসে জাতীয় পর্যায়ে সাধারণ (পয়েন্ট টু পয়েন্ট) ভিত্তিতে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১০ দশমিক ৮৯ শতাংশে, যা নভেম্বরে ছিল ...
লক্ষ্মীপুরে ফিটনেসবিহীন গাড়ি, ১১ জনকে জরিমানা
লক্ষ্মীপুরে ফিটনেসবিহীন গাড়ি, ১১ জনকে জরিমানা
লক্ষ্মীপুরে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১১ জনের ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (৫ জানুয়ারি) জেলা শহরের ...
যে কোনো দিন পদত্যাগ করতে পারেন ট্রুডো
যে কোনো দিন পদত্যাগ করতে পারেন ট্রুডো
পদত্যাগ করতে চলেছেন কানাডার এই প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনটি সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম দ্য গ্লোবাল অ্যান্ড মেইল জানিয়েছে, কানাডার ...
আবেদের ৪৩ কোটি টাকা সন্দেহজনক লেনদেন
আবেদের ৪৩ কোটি টাকা সন্দেহজনক লেনদেন
অবৈধ সম্পদ অর্জন ও ব্যাংকে সন্দেহজনক লেনদেনের অভিযোগে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক গাড়িচালক আবেদ আলী ও তার স্ত্রীর ...
এবার লন্ডনে টিউলিপের বোনকে দেয়া বিনামূল্যের ফ্ল্যাটের সন্ধান
এবার লন্ডনে টিউলিপের বোনকে দেয়া বিনামূল্যের ফ্ল্যাটের সন্ধান
বৃটেনে লেবার দলের দুর্নীতিবিরোধী দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী টিউলিপ সিদ্দিক দ্বিতীয় আরেকটি ফ্ল্যাট ব্যবহার করে সুবিধা পেয়েছেন। এই ফ্ল্যাটটি প্রথমে তার ছোট ...
‘আসামি বাণিজ্য’ চলছেই, মামলা ছাড়াও গ্রেপ্তার
‘আসামি বাণিজ্য’ চলছেই, মামলা ছাড়াও গ্রেপ্তার
কাওসার হোসেন হৃদয়। ফেনীর দাগনভূঞা উপজেলায় নিজ গ্রামে গরুর খামার করে জীবিকা নির্বাহ করেন। বিশেষ প্রয়োজন ছাড়া ঢাকায় আসা হয় ...
নতুন বছরে প্রত্যাশা: ডেঙ্গু ঠেকাতে ‘সর্বোচ্চ’ প্রস্তুতি নেবে স্বাস্থ্য বিভাগ
নতুন বছরে প্রত্যাশা: ডেঙ্গু ঠেকাতে ‘সর্বোচ্চ’ প্রস্তুতি নেবে স্বাস্থ্য বিভাগ
আন্দোলন-বিক্ষোভ, স্বৈরশাসনের পতন, নতুন সরকার গঠনসহ নানা বিষয়ে আলোচিত ছিল ঘটনাবহুল ২০২৪ সাল। একের পর এক নানা চড়াই-উতরাইয়ের সাক্ষী হয়ে ...
উপহারের ফ্ল্যাট নিয়ে মিথ্যাচার, মন্ত্রিত্ব হারাতে পারেন টিউলিপ
উপহারের ফ্ল্যাট নিয়ে মিথ্যাচার, মন্ত্রিত্ব হারাতে পারেন টিউলিপ
লন্ডনে একটি ফ্ল্যাট উপহার পাওয়া নিয়ে মিথ্যাচার করায় যুক্তরাজ্যের দুর্নীতি-বিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিকের ওপর পদত্যাগের চাপ জোরাল হয়েছে। বহুল আলোচিত ...
১০
জুলাই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ: বিএসএমএমইউর চিকিৎসক-নার্সসহ ১৫ জন বরখাস্ত
জুলাই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ: বিএসএমএমইউর চিকিৎসক-নার্সসহ ১৫ জন বরখাস্ত
জুলাই গণঅভ্যুত্থানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কেবিন ব্লক এলাকায় সংগঠিত হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয়টিতে কর্মরত চিকিৎসক, সিনিয়র ...
 
নারায়ণগঞ্জে বিনামুল্য ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শুরু
নারায়ণগঞ্জে বিনামুল্য ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শুরু
নারায়ণগঞ্জে সরকারিভাবে বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শুরু হয়েছে। যুব ও ক্রিয়া মন্ত্রনালয়ের অধীনে দেশের ৪৮ জেলার অংশ হিসেবে গতকাল বৃহষ্পতিবার নগরীর ...
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের উদ্দোগে বাংলাদেশের মহাণ বিজয় দিবস পালিত
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের উদ্দোগে বাংলাদেশের মহাণ বিজয় দিবস পালিত
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে সাউথ ওয়েলস রিজিওন এর উদ্দ্যোগে যথাযোগ্য মর্যাদায় ও  ভাবগাম্ভীর্যের সাথে গণতন্ত্রের মাতৃভূমি  নামে খ্যাত মাল্টিকালচারেল, ও ...
ফুলবাড়ীতে নিখোঁজ পুত্রের ৬ দিনেও খোঁজ মেলেনি
ফুলবাড়ীতে নিখোঁজ পুত্রের ৬ দিনেও খোঁজ মেলেনি
ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির রামভদ্রপুর গ্রাম থেকে স্কুল পড়–য়া এসএসসি পরীক্ষার্থী মোঃ রাকিব হোসনে (২০) নিখোজ। ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপর ...
চাঁপাইনবাবগঞ্জে মহাসড়কে প্রাণ ঝড়লো ভ্যান চালকের
চাঁপাইনবাবগঞ্জে মহাসড়কে প্রাণ ঝড়লো ভ্যান চালকের
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সোনামসজিদ মহাসড়কে প্রাণ হারালেন এক ভ্যান চালক। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলার সোনামসজিদ মহাসড়কের শাহাবাজপুর ...
সৈকতে দাঁড়িয়ে বছরের শেষ সূর্যাস্ত দেখলেন পর্যটকরা
সৈকতে দাঁড়িয়ে বছরের শেষ সূর্যাস্ত দেখলেন পর্যটকরা
সূর্যাস্তের সঙ্গে প্রাপ্তি আর অপ্রাপ্তির হিসেব নিয়ে বিদায় নিল আরও একটি বছর। এই দিনকে স্মরণীয় করে রাখতে প্রিয়জনদের সঙ্গে আনন্দ ...
চলতি মৌসুমে হিমাগারেই পচে নষ্ট ১৫ হাজার মণ আলু
চলতি মৌসুমে হিমাগারেই পচে নষ্ট ১৫ হাজার মণ আলু
জয়পুরহাটের হিমাগারগুলোতে প্রতিবছর নষ্ট হচ্ছে আলু। চলতি মৌসুমে দুইটি হিমাগার থেকেই নষ্ট হয়েছে ১৫ হাজার মণ আলু। প্রতিবস্তার এক তৃতীয়াংশ ...
কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫ উদ্বোধন
কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫ উদ্বোধন
টাঙ্গাইলের কালিহাতী  উপজেলা নির্বাহী অফিসার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫ উদ্বোধন হয়েছে। মঙ্গলবার রাত ৮ টায় উপজেলা চত্বর মাঠে উপজেলা প্রশাসনের ...
মুইজ্জুকে উৎখাতে ভারতের নীলনকশা, বিস্ফোরক তথ্য প্রকাশ
মুইজ্জুকে উৎখাতে ভারতের নীলনকশা, বিস্ফোরক তথ্য প্রকাশ
মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার শুরু থেকেই ভারতের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার কূটনীতি গ্রহণ করেন মোহাম্মদ মুইজ্জু। ...
কলকাতা থেকে উদ্ধার সাড়ে ৬ কোটি রুপি সমমূল্যের ভেজাল ওষুধ
কলকাতা থেকে উদ্ধার সাড়ে ৬ কোটি রুপি সমমূল্যের ভেজাল ওষুধ
খাস কলকাতা থেকে উদ্ধার হল ক্যানসারসহ বিভিন্ন রোগের ভেজাল ওষুধ। সম্প্রতি কলকাতার একটি ওষুধ সরবরাহকারী সংস্থায় অভিযান চালিয়েছে ভারতের কেন্দ্রীয় ...
১০
ইউক্রেন যুদ্ধের শেষ কোথায়
ইউক্রেন যুদ্ধের শেষ কোথায়
এক এক করে তিন বছরে পা দিতে যাচ্ছে ইউক্রেন যুদ্ধ। এরই মধ্যে রণক্ষেত্রে বিশাল একটি অংশ হারিয়েছে কিয়েভ। লাগাতার যুদ্ধে ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com