/ রাজনীতি / রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে মাঠে কাজ করছে মুক্তিযুদ্ধ প্রজন্ম দল
রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে মাঠে কাজ করছে মুক্তিযুদ্ধ প্রজন্ম দল
নতুন বার্তা, ঢাকা:
|
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’র বাস্তবায়নে গণসচেতনতায় তৃণমূল পর্যায়ে কাজ করছে বিএনপি। সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ সভাপতি, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক গোলাম মুহাম্মাদ সাদরিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের গোদনাইল ৮ নং ওয়ার্ডের আইলপাড়া পাঠানটুলী এলাকায় পদার্পণ করলে জাতীয়তাবাদ মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের মো: ফেরদৌস হোসেন রাজিব, মোঃ ইমতিয়াজ ভূঁইয়া ও মোঃ তানভীর তাঁকে ফুলেল শুভেচ্ছা বিনিময় করে স্বাগত জানান এবং দলীয় প্রচারণায় লিফলেট বিতরণ করেন। এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠন গুলোর নেতাকর্মীরা লিফলেট বিতরণে অংশগ্রহণ করেন। লিফলেট বিতরনের সময় গোলাম মুহাম্মাদ সাদরিল সাংবাদিকদের বলেন, ১৩ জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ করেছি। বর্তমান অন্তবর্তীকালীন সরকার যে সংস্কার উদ্যোগ নিয়েছেন, তা আমার নেতা তারেক রহমান আগে থেকেই দিয়ে দিয়েছেন। আর এটা কাজে লাগালে বর্তমান সরকারের জন্য সহায়ক হবে। এছাড়াও তিনি আরও বলেন, অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলে এদেশের উন্নয়ন ব্যাহত হবে। তাই দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। |