/ সারাদেশ / বোয়ালখালীতে আগুনে পুড়ল দোতলা বসতঘর
বোয়ালখালীতে আগুনে পুড়ল দোতলা বসতঘর
এমরান কাদেরী, বোয়ালখালী (চট্টগ্রাম):
|
চট্টগ্রামের বোয়ালখালীতে আগুনে পুড়ে গেছে দোতলা বসতঘর। গতকাল শুক্রবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বিদগ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা। বৈদ্যুতিক শট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার মুহা; আজাহারুল ইসলাম। ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, আগুনে সোনারাম দে'র ছেলে শ্যামল দে, মিলন দে ও দোলন দে'র ৪ কক্ষ বিশিষ্ট দোতলা বসতঘর পুড়ে গেছে। এতে দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে প্রায় ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। |